অনেক মানুষ আছে যারা নিজের সম্পর্কে অন্যদের কিছু বলতে চায় না, কিন্তু কেন?
অনেক মানুষ আছে যারা নিজের সম্পর্কে অন্যদের কিছু বলতে চায় না, কিন্তু কেন?
Add Comment
- সচেতন এবং জ্ঞানী লোকেরা নিজের সম্পর্কে কোন তথ্য অন্যদেরকে সাধারণত বলতে চান না।
- ব্যক্তিগত গোপনীয়তার লঙ্ঘন হতে পারে তাই হয়তো বলতে চান না।
- তারা হয়তো নিজেদের ব্যাপারে শতভাগ ওয়াকিবহাল এবং নিজেদের সম্পর্কে তাদের যথেষ্ট জানাশোনা আছে।
- যারা নিজেদের সম্পর্কে অনেক কিছু হাইড করেন কিংবা বলতে চান না,তারা কোন ঝামেলায় জড়াতে চান না।
- একেকজনের ব্যক্তিত্ব একেক রকম।ব্যক্তিত্ব বেধে কেউ কমবেশি নিজের বিষয়ে কথা শেয়ার করে থাকেন।