অন্যান্য কাজে আমার গায়ের জোর বাড়ে না কেন?
অন্যান্য কাজে আমার গায়ের জোর বাড়ে না কেন?
Add Comment
বয়স অল্প, সে অনুযায়ী তুমি যে শক্তির কাজ করতে পার তা জেনেই আমি অবাক হচ্ছি। ঝাড় থেকে একা বাঁশ কেটে নামানো আসলেই কঠিন কাজ। আর যে এটা পারে সে অনায়াসে যেকোন কাজ করতে পারবে। শুধু লজ্জা না পেলেই চলবে। যে কাজই তুমি করতে চাও তার প্রতি একটু মনযোগ আর ভালবাসা থাকলে তুমি মনে এবং শরীরে অনেক জোর পাবে। এছাড়াও তুমি দৈনিক একটা করে আয়রন ক্যালসিয়াম ট্যাবলেট খেতে পারো।
সুলতানা পারভীন
উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার
পাবনা সদর ,পাবনা।