অন্যের থেকে আশা করা কীভাবে ত্যাগ করা সম্ভব?

    অন্যের থেকে আশা করা কীভাবে ত্যাগ করা সম্ভব?

    Add Comment
    1 Answer(s)

      এটা করতে যাওয়াটা বৃথা এবং অপ্রয়োজনীয় । পৃথিবীতে যারই আপন বলে কেউ আছে, তাঁরই কিছু-না-কিছু আশা করার আছে । সব আশাই ত্যাগ করতে হলে “আপনজন” বলেই আর কাউকে স্বীকৃতি দিলে চলে না । এছাড়া কর্মক্ষেত্রে পেশার খাতিরেও সহকর্মীদের থেকে কিছু বিষয়ে আশা না রাখলে চলে না । আশা ত্যাগ করার প্রয়াস তাই এক প্রকার অবাস্তব এক যদি না আপনি সন্ন্যাসী হয়ে সংসারই ত্যাগ করেন ।

      সৌভাগ্যের বিষয় হল এতো চরম পদক্ষেপ নেওয়ার কোনো প্রয়োজন নেই কারণ আশাভঙ্গের কষ্ট থেকে রেহাই পাওয়ার জন্য আশা ত্যাগ নয়, আশাভঙ্গকে সহজভাবে নিতে শেখাই যথেষ্ট । আর এটা করতে শুধু একটা কথাই বোঝা দরকার — আমার, আপনার আশা পূরণ করতে কেউ দায়বদ্ধ নয় । কেউ আশা রাখলে বা এমনকি আশা রাখার চেষ্টাও করলে সেটাকে পরম পাওনা বলে মনে করুন । আর আশা না রাখলে? যদি মনঃক্ষুণ্ণ হন তবে তা স্বাভাবিকভাবেই গ্রহণ করুন, তারপর মেনে নিন যে এই পৃথিবীর অধিকাংশ মানুষের মতোই আপনার আশা পূরণ করা তাঁর কাছে গুরুত্বপূর্ণ ছিল না ।

       

      Professor Answered on May 1, 2024.
      Add Comment
    • RELATED QUESTIONS

    • POPULAR QUESTIONS

    • LATEST QUESTIONS

    • Your Answer

      By posting your answer, you agree to the privacy policy and terms of service.