অপারেশন ছাড়া টিউমার নিষ্ক্রিয় করার কোন পদ্ধতি আছে কি?
অপারেশন ছাড়া টিউমার নিষ্ক্রিয় করার কোন পদ্ধতি আছে কি?
Add Comment
আপনার টিউমারটি না দেখে সঠিকভাবে কিছু বলা যায় না। তবে এটি যদি নরম ও নড়াচড়া করা টিউমার হয় তাহলে এতে ভয় পাওয়ার কিছু নেই এবং অযথা এর পিছনে চিকিৎসা করা ঠিক না। এসব বিনাইন লাইপোমা যা তেমন ক্ষতিকর নয়। তবে এর আকার পরিবর্তন হলে আরো একাধিক দেখা দিলে ডাঃ দেখানো জরুরি।
সুলতানা পারভীন
উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার
পাবনা সদর ,পাবনা।