অফিসের রাজনীতি থেকে মুক্তির উপায় কী?
অফিসের রাজনীতি থেকে মুক্তির উপায় কী?
Add Comment
প্রতিটি অফিসেই রাজনীতি থাকবে এটা স্বাভাবিক। আপনার উচিত হবে কাজ দিয়ে সেই রাজনীতি উতরিয়ে ওঠা। এটা খুবই সাধারণ একটি ব্যাপার যে অফিসের সব সহকর্মীই আপনাকে পছন্দ করবে না, আপনার সাথে হয়ত রেষারেষি করবে, আপনার কাজে ব্যাঘাত ঘটানোর চেষ্টা করবে। এক্ষেত্রে নিজেকে ঠান্ডা ও সতর্ক রাখাই বুদ্ধিমানের কাজ। কখনই মাথা গরম করবেন না, নিজের যোগ্যতা প্রকাশ করুন বুদ্ধি আর কাজ দিয়ে। দেখবেন যত রাজনীতিই আপনাকে নিয়ে হোক না কেন কেউ আপনার ক্ষতি করতে পারবে না। ধন্যবাদ