অমুসলিমের ঘরে পানাহার বৈধ কি?
অমুসলিমের ঘরে পানাহার বৈধ কি?
Add Comment
যদি পানাহারের জিনিস ইসলামে ‘হারাম’ না হয় এবং তা বৈধ পাত্রে পেশ করা হয়, তাহলে বৈধ। ইসলামের দিকে দাওয়াতের উদ্দেশ্যে অমুসলিমের খাওয়া এবং খাওয়ানো দোষের নয়। অবশ্য তাদের কোন ধর্মীয় আচার অনুষ্ঠান উপলক্ষে ক্রয়ক্রীত বা প্রস্তুতকৃত কোন খাবার — তা মুলতঃ ‘হালাল’ হলেও খাওয়া বৈধ নয়।