অলসতা এবং দীর্ঘসূত্রিতার হাত থেকে কিভাবে মুক্তি পেতে পারি?
অলসতা এবং দীর্ঘসূত্রিতার হাত থেকে কিভাবে মুক্তি পেতে পারি?
Add Comment
১.মোটিভেশনের জন্য শুধু ইচ্ছাশক্তির ওপর নির্ভর না করাই ভালো।
২. ফেলে রাখা কাজে ইতিবাচক দিকগুলো খুঁজে বের করার চেষ্টা করুন।
৩.নিজের উপর থেকে চাপ কমান।
৪.জীবনের সুনির্দিষ্ট একটি লক্ষ্য নির্ধারণ।
৫.বড় কোন কিছুর সূচনা ছোট থেকেই হয়। তাই ছোট ছোট কাজ করে অলসতাকে হার মানাতে পারেন।
৬.কাজগুলোকে ভাগ করে নিন।
৭. নিজেকে পুরস্কৃত করুন।