অলসতা কাটানোর উপায় কী?
অনেক ক্ষেত্রেই আমরা আলসেমির সঠিক কারণ জানি না। যদি আপনি অলসতায়, তাহলে প্রথমেই হতাশ না হয়ে কারণ খুঁজুন। কী কারণে এই অসুবিধা, জানার চেষ্টা করুন। কর্মজীবনে পিছিয়ে পড়া, পড়াশোনায় পিছিয়ে পড়াÑ এসব আপনার অলসতার কারণে হতে পারে। কী করে সমাধান করা যেতে পারে, তার উপায় খুঁজে বের করুন। যদি অনেক কারণে থাকে, তাহলে পিছিয়ে গিয়ে শুরুর কথা ভাবুন। সমাধান পাবেন।
নিজের কাজকে গোছানো শিখুন। পরনির্ভরশীলতা কমান। নিজের কাজ করার জন্য অন্যকে ডাকবেন না। রোজ নিজের ব্যবহার করা জিনিস গুছিয়ে রাখলে ফেলে রাখার মনোভাব কমবে।
কাজ না করে আগের বা পরের কথা ভেবে লাভ নেই সময় নষ্ট ছাড়া। আজকে কী করছেন, তার ফল কতটা সুদূরপ্রসারী হতে পারে, সেটি ভেবে নিজেকে কাজে নিয়োজিত করে দেখুন। ফল পাবেন।
রোজ সকালে উঠুন। সকালের শুরু যদি ভালো হয়, সারা দিন কাজ করার আলাদা এনার্জি থাকে। রোজ সকালে অল্প সময়ের জন্য হলেও ব্যায়াম করুন। সকালেই সারা দিনের কাজের লিস্ট তৈরি করুন।
নিজে যা করতে ভালোবাসেন, তাতে মন দিন। সময় পেরিয়ে যাওয়ার পর যখন দেখেন নতুন কিছু আপনার হাত থেকে তৈরি হচ্ছে, নিজের ভালো লাগবে।
অনেক সময় আমরা না ভেবে শুরু করেছি বলে শেষ করার জন্য উঠে পড়ে লাগি। ফলে ইচ্ছা ক্রমেই কমতে থাকে। তাই কিছুদিন অন্তর নিজের ঠিক করা কাজগুলোকে ভালো করে দেখুন এবং তার প্রাধান্য বিচার করুন। তাহলে কাজে মন বসবে এবং আলসেমি কাটিয়ে কাজ শেষ হবে।