অ্যাকুরিয়ামে রাখা সৌখিন মাছ দিয়ে কি আয় করা সম্ভব?
অ্যাকুরিয়ামে রাখা সৌখিন মাছ দিয়ে কি আয় করা সম্ভব?
হ্যাঁ, অ্যাকুরিয়ামে মাছ চাষ করে আয় করা সম্ভব। বর্তমানে শুধু শখ নয়, বাড়তি উপার্জনের উৎস হয়ে দেখা দিয়েছে অ্যাকুরিয়ামে রঙিন মাছ চাষ। সচ্ছল শৌখিন মানুষের ঘরে সৌন্দর্যবর্ধক হিসেবে অ্যাকুরিয়াম এখন অপরিহার্য অংশে পরিণত হয়েছে। ফলে পৃথিবীজুড়েই বাড়ছে অ্যাকুরিয়ামের রঙিন মাছের চাহিদা। চলতি বছর বিশ্বে অ্যাকুরিয়ামে পোষযোগ্য অন্তত দেড় মিলিয়ন রঙিন মাছ বিক্রি হওয়ার সম্ভাবনা রয়েছে, যার আনুমানিক মূল্য কয়েক বিলিয়ন টাকা। এই চাহিদার অংশ হিসেবে পৃথিবীর অন্যান্য দেশের মতো আমাদের দেশেও অ্যাকুরিয়ামে মাছ চাষ এখন প্রতিষ্ঠিত বাণিজ্যে রূপ লাভ করেছে এবং এই ব্যবসার সঙ্গে জড়িত হয়েছে হাজারো যুবক। বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশে অ্যাকুরিয়ামে পোষযোগ্য রঙিন মাছের ৬৫ ভাগ সরবরাহ করে ভারত, মালয়েশিয়া, চীন ও থাইল্যান্ড উলেখযোগ্য অর্থনৈতিক অগ্রগতি লাভ করেছে।
অ্যাকুরিয়ামের মাছ চাষ পদ্ধতি :
ঘরে রঙিন মাছ পোষার জন্য দুই থেকে তিন ফুট লম্বা দেড় থেকে দুই ফুট চওড়া এবং দেড় থেকে দুই ফুট উচ্চতাসম্পন্ন অ্যাকুরিয়ামই উপযুক্ত। এ মাপের একটি অ্যাকুরিয়ামে এক থেকে দেড় ইঞ্চি পরিমাপের এক ডজন রঙিন মাছ পোষা যেতে পারে। নিয়মানুযায়ী ১ ইঞ্চি দৈর্ঘ্যের মাছের জন্য প্রায় এক গ্যালন পানির প্রয়োজন হয়। এ হিসেবে অ্যাকুরিয়ামে পানি দিতে হবে। রাখতে হবে অক্সিজেন সরবরাহ ব্যবস্থা। তাছাড়া অব্যবহৃত খাদ্য ও অন্যান্য বর্জ্য যত দ্রুত সম্ভব অপসারণ করতে হবে। প্রতি সপ্তাহে একবার অ্যাকুরিয়াম পরিষ্কার করতে হবে। তাছাড়া প্রতি মাসে একবার পানিতে এক চা চামচ পরিমাণ খাবার লবণ মিশিয়ে দিতে হবে। প্রতিদিন এক দেড় ঘণ্টার জন্য সূর্যের আলোয় অ্যাকুরিয়াম রাখলে মাছের জন্য ভালো।
মাছের খাদ্য :
বাজারে অ্যাকুরিয়ামে চাষ করা রঙিন মাছের জন্য বিভিন্ন ধরনের খাবার পাওয়া যায়। এগুলো নিয়ম অনুযায়ী সকালে ও বিকালে দু’বার খাওয়ানো যেতে পারে। এছাড়া ফিশমিল ও ভুসি ১:২ অনুপাতে অল্প পানিতে মিশিয়ে ছোট ছোট দানা করে একটি বাটিতে অ্যাকুরিয়ামের তলায় রাখা যেতে পারে। অনেক সময় কেঁচো, টিউবিফিঙ্, ভাত ইত্যাদি খাবার হিসেবে ব্যবহার করা যায়। খাবার সব জায়গায় না ছিটিয়ে নির্দিষ্ট দুই বা তিন জায়গায় দেয়াই উত্তম।
কাঁটাবন মার্কেটের একাধিক মালিকের মতে, যেভাবে দেশে ও বিদেশে রঙিন মাছের চাহিদা বাড়ছে তাতে সরকার চাইলে এ বিষয়টিকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে পারে। ধন্যবাদ