অ্যাডমিশনের সময়টা কিভাবে কাজে লাগাতে পারি বা কিভাবে নিজেকে ডেডিকেটেড রাখতে পারি?
অ্যাডমিশনের সময়টা কিভাবে কাজে লাগাতে পারি বা কিভাবে নিজেকে ডেডিকেটেড রাখতে পারি?
Add Comment
- এই সময়টাই নিজেকে যথেষ্ট টাইম দিন।
- ভুল সঙ্গ পরিহার করুন।
- সর্বদা নিজের যত্ন নিন।
- সর্বদা আত্মবিশ্বাসী এবং অপরাজেয় মনোভাব রাখুন।
- ঘুম এবং খাওয়া-দাওয়ার বাহিরে বাকি সময়টুকু রুটিন মেপে পড়ুন।
- এডমিশনের পড়াশোনার বাহিরে অন্য কোন কুচিন্তা পরিহার করুন।
- এই সময়ে প্রেম থেকে বিরত থাকুন।
- পর্যাপ্ত ঘুমের ব্যবস্থা রাখুন।
- সোশ্যাল মিডিয়া থেকে নিজেকে উইথড্র করে নিন।
- বন্ধুবান্ধবকে ভুলে গিয়ে স্বার্থপর হয়ে যান।
- সর্বদা ইতিবাচক চিন্তা করুন।
- নিয়মিত পত্রিকা পড়ুন।
- দেশ-বিদেশের খবরাখবর জানার জন্য টেলিভিশনের খবর গুলোও দেখতে থাকুন।
- মাঝে মাঝে ঘুরতে বের হোন।
- নিজের রিফ্রেশমেন্ট এর জন্য চা অথবা কফি পান করুন।