অ্যান্ড্রয়োডে এমবি বেশি খরচ হওয়ার কারন কি?
অ্যান্ড্রয়োডে এমবি বেশি খরচ হওয়ার কারন কি?
অ্যান্ড্রয়েট ফোনের background এ অনেক এপস চলতে থাকে যার কারনে ফোনে অতিরিক্ত চার্জ এবং এমবি খরছ হয়। তা প্রতিরোধে বিভিন্ন এপস ব্যবহার করা হয় প্লে স্টোরে খুজলেই পাবেন।
ভালবাসার অনেক রকম। যেমন মা ছেলের ভালবাসা, ভাই বোনের,ভালবাসা স্বামী স্ত্রীর ভালবাসা এগুলো ইসলামে হালাল। তাছাড়া অন্য কাওকে ভালবাসলে ভালবাসার উদ্দেশ্য থাকে। প্রথমে আপনাকে স্থির করতে হবে আপনার ভালবাসার উদ্দেশ্য কি? যদি আপনার ভালবাসার উদ্দেশ্য হয় তার সাথে ডেটিং,অবৈধ মেলামেশা, দেখা করা আর কথা বলা তাহলে সেই ভালবাসা হারাম আর যদি বিয়ে করতে চান তাহলে সেটা অন্যকথা । জীবনে কাওকে না কাওকে ভাল লাগতেই পারে কিন্তু ভাল লাগার পর আপনি যদি তাকে ভালবাসার প্রপোজ দেন তাহলে সেটা হারাম হয়ে যাবে। আপনি তার বাবা মা আর আপনার বাবা মায়ের সম্মতিতে তাকে বিয়ে করতে পারবেন। হাদিসেই আছে যাকে ভাললাগে তাকেই বিয়ে কর।
……
……
আমি হয়ত কোন আলেম না তাই সেই সম্পর্কে ভাল করে লিখে বুঝাতে পারলাম না। কিন্তু আমিও এই বিষয় নিয়ে প্রশ্ন্য তুলেছিলাম অনেকে অনেক উত্তর দিলেও তার অর্থ আমার এই লেখাই হয়।