আউটসোর্সিং কি ?

আউটসোর্সিং কি ?

Add Comment
1 Answer(s)

    আউটসোর্সিং তথা ফ্রিল্যান্সিং
    শব্দের মূল অর্থ হল মুক্ত পেশা। অর্থাৎ
    মুক্তভাবে কাজ করে আয় করার পেশা।
    আর একটু সহজ ভাবে বললে, ইন্টারনেটের
    ব্যাবস্থার মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠান
    বিভিন্ন ধরনের কাজ করিয়ে নেয়। নিজ
    প্রতিষ্ঠানের বাইরে অন্য কাউকে দিয়ে
    এসব কাজ করানোকে আউটসোর্সিং
    বলে। যারা আউটসোর্সিংয়ের কাজ
    করে দেন, তাঁদের ফ্রিল্যান্সার বলে।
    এখন এই কাজগুলি কি ? আউটসোর্সিং
    সাইট বা অনলাইন মার্কেট প্লেসে
    কাজগুলো বিভিন্ন ভাগে ভাগ করা
    থাকে। যেমন: ওয়েব ডেভেলপমেন্ট,
    সফটওয়্যার ডেভেলপমেন্ট, নেটওয়ার্কিং

    তথ্যব্যবস্থা (ইনফরমেশন সিস্টেম), লেখা
    ও অনুবাদ, প্রশাসনিক সহায়তা, ডিজাইন
    ও মাল্টিমিডিয়া, গ্রাহকসেবা (Customer
    Service), বিক্রয় ও বিপণন, ব্যবসাসেবা
    ইত্যাদি। এইসকল
    কাজগুলি ইন্টারনেট ব্যাবস্থার মাধ্যমে
    করে দিতে পারলেই অনলাইনে আয় করা
    সম্ভব। এছাড়াও আরও বিভিন্ন ধরনের
    উন্নত ধরনের কাজ করারও ব্যাবস্থা আছে
    আউটসোর্সিং জগতে। কিন্তু
    আমাদের দেশের কিছু অসাধু ব্যাবসায়ী
    সাধারণ মানুষকে ধোকা দিয়ে নানা
    পদ্ধতির মাধ্যমে আউটসোর্সিং করে
    আয় করার সহজ উপায়ের নামে মানুষকে
    ধোকা দিচ্ছে। বাস্তবে উপরে
    উল্লিখিত
    কাজগুলো অথবা এইরকম কারিগরি
    কাজে দক্ষতা থাকলেও কেবল
    আউটসোর্সিং জগতে ভাল আয় করা
    সম্ভব। কোনপ্রকার দক্ষতা ছাড়া এবং
    আউটসোর্সিং সম্পর্কে ভাল
    জানাশোনা না থাকলে ধোকা খাওয়া
    ছাড়া আর কোন উপায় নাই। তাই আগে
    কাজ করার জন্য নিজেকে তৈরী করেন,
    তারপর এই পেশায় আসুন। ছোট্র করে
    বলে রাখি, আপনি যে কাজই জানেন,
    তা যদি মানুষের কাজে আসতে পারে
    বলে আপনার মনে হয়, মনে রাখবেন
    অনলাইনের মাধ্যমে এই কাজটুকু করেই
    আপনি আয় করতে পারেন। শুধু দরকার
    সঠিক দিক নির্দেশনা, এবং যে কাজটুকু
    করবেন তা সম্পর্কে সঠিক জ্ঞান অর্জন
    করা।

    Professor Answered on July 28, 2015.
    Add Comment
  • RELATED QUESTIONS

  • POPULAR QUESTIONS

  • LATEST QUESTIONS

  • Your Answer

    By posting your answer, you agree to the privacy policy and terms of service.