আক্কেল দাঁত ওঠাকালীন ব্যথা দূর করার উপায় কী?
আক্কেল দাঁত ওঠাকালীন ব্যথা দূর করার উপায় কী?
Add Comment
আক্কেল দাঁত ওঠার সময় ব্যথা হয় অনেক ক্ষেত্রে। দাঁত ঠিকভাবে উঠছে নাকি আঁকা বাঁকা উঠছে? অনেক সময় মাড়ি কেটে দিলে দাঁত ঠিকভাবে বের হয়ে আসে। না দেখে বলা সম্ভব না। আপাতত হাল্কা গরম পানিতে লবণ মিশিয়ে দিনে ৩-৪ বার কুলকুচি করুন। প্রয়োজনে সরাসরি দন্ত চিকিৎসকের সাহায্য নিন। ধন্যবাদ।
পরামর্শ দিয়েছেন :
ডাঃ মোহসিনা খান মুনমুন
বি. ডি. এস (ঢা.বি.),
পি. জি. টি (ওরাল এন্ড ম্যাক্সিলো ফেসিয়াল সার্জারী),
এম. পি. এইচ (এপিডেমিওলজী)।