আঘাত কাকে বলে?
দণ্ডবিধি ধারা ৩১৯। যদি কোন ব্যাক্তি অপর কোন ব্যাক্তির দৈহিক যন্ত্রণা,ব্যাধি বা অপরাগতা ঘটায় তবে উক্ত ব্যাক্তি আঘাত করেছে বলে গণ্য হবে।
ধারা ৩২১। ইচ্ছাকৃত ভাবে আঘাত দান করাঃ যদি কোন ব্যক্তি উদ্দেশ্যমুলক ভাবে এমন কোন কাজ করে যার ফলে অন্য বাক্তি আহত হয় অথবা কাজটি করলে অপর ব্যাক্তি আহত হতে পারে বলে জানা সত্ত্বেও উক্ত কাজটি করে এবং এর ফলে কেউ আহত হয়, তবে উক্ত ব্যাক্তি ইচ্ছাকৃত ভাবে আঘাত করেছে বলে গণ্য হবে।
ধারা ৩২৩। ইচ্ছাকৃত ভাবে আঘাত দানের শাস্তিঃ যদি কোন ব্যক্তি, ৩৩৪ ধারায় বর্নিত ক্ষেত্র ব্যতিরেকে স্বেচ্ছাকৃতভাবে আঘাত দান করে, তবে উক্ত ব্যক্তি এক বছর পর্যন্ত যেকোন মেয়াদের সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডে অথবা এক হাজার টাকা পর্যন্ত অর্থদন্ডে বা উভয়বিধ দন্ডে দন্ডিত হবে।