আঙুলের ত্বক ফাটা রোধে কী করতে পারি?
আঙুলের ত্বক ফাটা রোধে কী করতে পারি?
Add Comment
আপনার হাতে চর্মরোগ হয়েছে, যা সারানো বেশ সময় সাপেক্ষ ব্যপার এবং বিশেষ সাবধানতা অবলম্বন না করলে এটা আবার ফিরে আসবে। আপনি প্রতি সপ্তাহে একটা করে Omastin 150 mg ক্যাপসুল খাবেন ছয়মাস। সাথে চুলকানি প্রতিরোধ করতে লোরাটিন খাবেন দিনে একবার। কিউটিভেট অয়েন্টমেন্ট লাগাবেন অল্প করে দুই হাতে। হাতে সাবান লাগাবেন না। দরকার হলে গ্লাভস পরে কাজ করবেন। হাত লবণ কুসুম গরম পানি দিয়ে পরিস্কার করবেন। যে খাবারে আপনার হাত চুলকায় সেটা বেছে বের করে বাদ দেবেন। মনে রাখবেন শুধু ঔষধ আপনার রোগ ভাল করতে পারবে না, সাথে ধৈর্য সহকারে নিয়ম মেনে চলতে হবে।
সুলতানা পারভীন
উপ সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার
পাবনা সদর , পাবনা।