আঙুল ফোটানো কি কোনো সমস্যা?
আঙুল ফোটানো কি কোনো সমস্যা?
Add Comment
আঙুল ফোটানো কেবল একটি বদভ্যাসই নয়, এতে করে ব্যক্তি তাঁর নিজের ক্ষতি নিজেই ডেকে আনে। যখন কেউ আঙুল ফোটায়, তখন সে নিজ আঙুলগুলোকে এমন পরিমাণ বাঁকা করে যেটা সাধারণত আঙুলের জন্য সহ্য করা কঠিন। মানবদেহের প্রত্যেকটি সংযোগস্থলের চারপাশে এক ধরনের তরল থাকে। এই তরলের নাম সাইনোভিয়াল ফ্লুইড। যখন আমরা আঙুল স্বাভাবিক অবস্থা থেকে সরিয়ে আনি, এই ফ্লুইডে একধরনের ফাঁকা স্থানের সৃষ্টি হয়। যা বুদবুদের মতো। তখন এ বুদবুদ তৈরি হওয়ার সঙ্গে সঙ্গেই ভেঙে যায়। বিজ্ঞানীরা জানাচ্ছেন, ফোটানোর সময় আমাদের আঙুলের হাড়ের সংযোগস্থলে জমে থাকা তরল বস্তুর মধ্যে গ্যাসের গহ্বর সৃষ্টি হয়। ধীরে ধীরে তা পরিবর্তিত হয় গর্তে। ভবিষ্যতে তা গিঁটে ফাটলও ধরাতে পারে।