আচ্ছা আমরা কোনো কিছু চিন্তা না করা ছাড়া থাকতে পারি না কেন?
আচ্ছা আমরা কোনো কিছু চিন্তা না করা ছাড়া থাকতে পারি না কেন?
Add Comment
- কাজ না করে বসে থাকলে তো চিন্তা তো আসবেই।
- আর যারা কাজ করে, তারা কাজ করতে করতে সময় পাইনা চিন্তা করার টাইম কই।
- যাদের কাজ নাই তারা একটানা একটা মানে আজেবাজে বুদ্ধি চিন্তাভাবনা করতেই থাকে।
- কাজের সময়ে আমরা চিন্তাভাবনা করে, তখন কাজ নেই চিন্তাভাবনা করে সেই কারণেই তখনকার চিন্তাভাবনা টা বুঝা যায় না।
- মস্তিষ্ক সবসময় নিজের শরীর কন্ট্রোল করে তার কাজ চিন্তা পুরা শরীরের দিকে কোন জায়গায় কি হচ্ছে কি করলে ভালো হবে সামনে কি করতে হবে সবকিছু মস্তিষ্ক অটোমেটিকই ভাবে করতে থাকে, তাই মস্তিষ্ক সব সময় একটানা একটা কিছু নিয়ে ভাবতেই থাকে।
- কোনটা করলে ভালো হবে কোনটা করলে খারাপ হবে এই ডিসিশন নেওয়ার জন্য অনেক সময় চিন্তা চিন্তাভাবনার মধ্যে আমারে ডুবে থাকি।
- প্রত্যেকটা পদক্ষেপে মস্তিষ্ক চিন্তা ভাবনা করতে থাকে।
- যদি কোন কিছু না করে বসে থাকি তখনও মস্তিষ্ক ভাবতে থাকে কেন, কোন কাজ বাজ না করে, বসে আছি সময়টাকে তো কাজে লাগানো যেতে পারে যেমন, বসে না থেকে মোবাইল টিপাটিপি করলে ভালো হয়, অন্যান্য নানান ধরনের চিন্তা আসতে পারে।
- আমরা চিন্তা না করে থাকতে পারি না, কারণ আমাদের মস্তিষ্ক সবসময় সক্রিয় থাকে, এমনকি যখন আমরা ঘুমাচ্ছি তখনও।
- মস্তিষ্কের ডিফল্ট অবস্থা হল “নেটওয়ার্ক মোড”, যেখানে এটি নিজের সাথে যোগাযোগ করে এবং চিন্তা উত্পন্ন করে, ঘুমানোর সময় সেই কারণে আমরা স্বপ্ন দেখি।
- যেমন আমরা অনেক সময় দুশ্চিন্তা করি।
- সেই সময় সামান্য কৌশল কাটিয়ে দুশ্চিন্তা হটিয়ে, ভালো চিন্তা ভাবনা করতে পারলে ভালো, তখনই ভালো কিছু করার সম্ভাবনা তৈরি হয়।
- নেতিবাচক চিন্তা করুন সবসময়, নেতিবাচক চিন্তা করলে, ভালো বুদ্ধি উদয় হয়।