আজকাল বেশিরভাগ লোক কেন নিজেকে দেখানোর কাজে ব্যস্ত?
আজকাল বেশিরভাগ লোক কেন নিজেকে দেখানোর কাজে ব্যস্ত?
Add Comment
- প্রেস্টিজ এবং স্ট্যাটাস নামক দুটি শব্দ আছে,এগুলো রক্ষার্থে মানুষ শো অব করে থাকেন।আজকাল কোনো বেকার লোককেও যদি জিজ্ঞেস করা হয়-কি করেন?তাহলে সেও অস্বীকার যায়না যে সে বেকার;বরং বলে থাকেন যে ‘এই ভাই টুকটাক কিছু একটা করি’।
- মানুষের মাঝে এক ধরনের বড় হওয়ার প্রতিযোগিতা চলছে।টাকাওয়ালা,বিত্তশালী এবং ক্ষমতাশালী হওয়ার লড়াই চলছে।তাই মানুষ নিজেদের দুর্বল হিসেবে উপস্থাপন করতে লজ্জাবোধ করেন।
- নিজেকে জাহির করা বা নিজেকে দেখানোর কাজে ব্যস্ত থাকার অর্থ হচ্ছে তাদের মনের অভ্যন্তরে লুকিয়ে আছে অতি অহংকার।
- সাধারণত যারা যোগ্যতাহীনতায় ভোগেন কিংবা কোন ধরনের চাহিদার অভাব অনুভব করেন,তারাই বেশিরভাগ ক্ষেত্রে নিজেদেরকে অতিরিক্ত জাহির করা এবং লোক দেখানো কাজ করে বেড়ান।
- নিজেদের হীনমন্যতা এবং অজ্ঞতাকে ঢাকার জন্য মানুষ নানান চটকদার কাজ করে বেড়ান।