আজ আপনি নতুন কী আমাদের শেখাতে চান?
আজ আপনি নতুন কী আমাদের শেখাতে চান?
Add Comment
পৃথিবীতে কেউ গণিত, ইংলিশ, ফিজিক্স কিংবা দ্বীনের জ্ঞান নিয়ে জন্মগ্রহণ করে না। তাকে আস্তে আস্তে শিখতে হয়। এরপর করতে হয় চর্চা। এভাবে দক্ষতা অর্জনের মাধ্যমে সে তার লক্ষে পৌঁছে।
আপনি যদি মনে করেন যে, আপনি একটি নির্দিষ্ট দক্ষতা নিয়ে জন্মেছেন এবং সেই দক্ষতার বাইরে আপনার দ্বারা কিছু হবে না তাহলে আপনি শেখার সঠিক মানসিকতায় নেই।
এই মানসিকতা ঠিক করার জন্য প্রয়োজন ‘কীভাবে শিখতে হয়’ তা জানা।
শেখার ক্ষেত্রে মানুষের দুই ধরনের মাইন্ডসেট তথা মানসিকতা দেখা যায়। ফিক্সড মাইন্ডসেট আর গ্রোথ মাইন্ডসেট।
নিচের চিত্র দেখে বলুন—
আপনি কোন মাইন্ডসেটের বলে নিজেকে মনে করেন?
কোন মাইন্ডসেটে যাওয়া উচিত বলে মনে করেন?