আজ আমি আপনার কাছ থেকে কী শিখতে পারি?
আজ আমি আপনার কাছ থেকে কী শিখতে পারি?
ধৈর্য!
নেপোলিয়ন হিল এবং ২৫ বছর!
ছবিতে যে বইটি দেখতে পারছেন সেটার লেখক নেপোলিয়ন হিল।
ভেবে দেখুন তো আপনি কোনো কাজের পিছনে ২৫ বছর সময় দিবেন কিনা? আমি হলে হয়তো দিতাম নাহ। কিন্তু এই লেখক “Think and grow rich” নামক ২০২ পাতার বইটির পেছনে জীবনের ২৫ টা বছর সময় দিয়ছেন।
মার্কিন লেখক ও সাংবাদিক নেপোলিয়ন হিল-এর আলোচিত বই ‘থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ’। তিনি মূলত ব্যক্তিগত উন্নয়নের দর্শন নিয়ে লিখিত তাঁর এ বইটির জন্য বিশ্বব্যাপী পরিচিত। ১৯৩০ সালের মার্কিন অর্থনৈতিক মন্দার প্রেক্ষাপটে বইটি লিখেছেন তিনি। ১৯৩৭ সালে প্রকাশিত এই বইটি ২০১৫ সাল পর্যন্ত বিশ্বব্যাপী বইটির ১৫ কোটি কপি বিক্রি হয়েছে। একে সর্বকালের সেরা দশটি বইয়ের মধ্যে অন্যতম হিসেবে ধরা হয়। ধনীরা কী করে ধন-সম্পদ অর্জন করে তা জানার জন্য লেখক পঁচিশ বছর ধরে গবেষণা করেন। গবেষণাকালে তিনি পঁচিশ হাজার মানুষের জীবন বিশ্লেষণ করেন। এই গবেষণালব্ধ জ্ঞান ব্যবহার করেই লেখক এ বইটি লিখেছেন। এই বইয়ে ধন-সম্পদ উপার্জনের সেই গোপন সূত্রাবলি বর্ণনা করা হয়েছে, যেগুলো ব্যবহার করে লাখো নারী-পুরুষ ব্যক্তিগতভাবে লাভবান হয়েছেন।
ইনি ই হচ্ছেন আমেরিকার সেই বিখ্যাত নেপোলিয়ন হিল।
Image:Wikipedia