আজ আমি আপনার কাছ থেকে কী শিখতে পারি?
আজ আমি আপনার কাছ থেকে কী শিখতে পারি?
কিছু কথা বলবো শুনতে খারাপ লাগবে আমি শিউর।
চলেন শুরু করি।
সাল ২০১৭, ইন্টারমিডিয়েটের জার্নি শুরু।
ভয়ংকর খারাপ সময় পার করছিলাম। পকেটে টাকা নাই, কেউই পাত্তা দেয় না। কাছের মানুষজন রেস্টুরেন্টে খাইতে যায় কিন্তু ভুল করে ও ডাকে না। শুধুমাত্র আবার খাওয়ানোর যোগ্যতা নাই বলে। মানে গিভ এন্ড টেক প্রসেস।
জুতো নিয়ে মানুষজন মজা নেয়। তখন তো আর পকেটে টাকা নাই যে বিদেশ থেকে ইম্পোর্ট করা জুতো পরবো।
বাইক নিয়ে কি আর বলবো! চোখের সামনে যেন মুহুর্তে মানুষ বদলে গেল। এই বয়সে সবাইর ই বাইকের প্রতি একটা আকর্ষণ থাকে। আমার এই সময়ে মোটেই বাইকের কোন দরকার নাই কিন্তু এরপর ও বাইক রেখেছি শুধুমাত্র যেন মানুষজন ছোট করে কথা না বলে।
আপনার যখন খারাপ সময় যাবে তখন মানুষজন খুব ভয়ংকর হয়ে যায়। কেউ ই পাত্তা দিবে না আপনাকে। সত্যি কেউ ই দিবে না। প্লিজ কাউকে ইগনোর করবেন না।
সবাইর ই প্রতিভা আছে। একটু সময় দেন, পজিটিভলি সাপোর্ট করেন।
এখন আল্লাহ রাব্বুল আলামিন সব ই দিয়েছে। আমার এক্সপেকটেশন খুব কম মানে আমি অল্পতেই তুষ্টি। এখন মন চাইলেই একটা গাড়ি কিনতে পারি, মন চাইলেই বিদেশ থেকে একটু ঘুরে আসতে পারি কিন্তু ওই মানুষগুলোকে কখনোই ভুলবো না।
স্যাটিফেকশনের সংজ্ঞা একেক জনের কাছে একেক রকম। কেউ মাসে ১ কোটি রোজগার করে শান্তি পায় কেউ আবার মাসে ১০ হাজার আয় করে শান্তি পায়। ব্যাপার হইলো আপনি নিজের প্রতি নিজেকে কিভাবে ট্রিট করছেন!
প্রচুর শিখতে হবে, জানতে হবে।
যখন ই আপনি অনুভব করবেন আপনার ব্রেইন এখন বিরক্ত হচ্ছে, শিখতে ভালো লাগছে না তখনই আপনি বুঝে নিবেন যে, “ইউ আর লার্নিং সামথিং”
আর যদি আপনি শেখার ক্ষেত্রে আরাম বোধ করেন, আপনার ব্রেইন বিরক্ত না হয় তবে এটা শিউর যে আপনি তেমন ভ্যালুএবল কিছু শিখছেন না।
ঠান্ডা মাথায় ধৈর্য ধরে ধীরে সুস্থে সামনের দিকে যেতে হবে, হুলস্থুল করা যাবে না।
যাহোক আমার নাম জহির। একজন ফ্রিল্যান্স ওয়ার্কার। বলতে পারেন একজন ডিজিটাল মার্কেটিং এনথ্রাসিস্ট। আমি মেইনলি কাজ করি এসিও (সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন) নিয়ে।
যারা এসিও সম্পর্কে একদম ই জানেন না তাদের জন্যে একটা সামারাইজ সংজ্ঞা হলো গুগলে আপনার ব্যবসা, ওয়েবসাইট, সার্ভিস, ভিডিও কে প্রথম পেইজে র্যাংকে নিয়ে এসে অর্গানিক ভিসিটর পাওয়ার একটা পদ্ধতি।
দিনশেষে সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক এই কামনা।
পরিশেষে আমার আমেরিকান এক ক্লায়েন্টের উক্তি দিয়ে শেষ করছি, “Love you my friendly friend & unfriendly friend”