আজ আমি আপনার কাছ থেকে কী শিখতে পারি?
আজ আমি আপনার কাছ থেকে কী শিখতে পারি?
১.আপনি কী জানেন, ১৯১২ সালে টাইটানিক বরফের ধাক্কায় ডুবে যায়নি। বরফের ধাক্কা খাওয়ার তিন সপ্তাহ আগে টাইটানিকে আগুন লাগে কিন্তু বিষয়টি চেপে রাখা হয়েছিল। আর এ কারণেই জাহাজের কাঠামোতে বিশাল ক্ষতি কেউ টের পায়নি। জাহাজের বাইরের অংশ ছিদ্র হয়ে গেলে বরফ খন্ডের সঙ্গে ধাক্কা লাগায় টাইটানিক ডুবে যায়।
২.যুক্তরাষ্ট্র সত্যি সত্যিই একবার চাঁদকে উড়িয়ে দেয়ার পরিকল্পনা করেছিল। চাঁদের উপর পারমাণবিক বোমার বিষ্ফোরনের কথা চিন্তা করেছিল। উদ্দেশ্য ছিল এর মাধ্যমে যুক্তরাষ্ট্রের সামরিক শক্তি প্রদর্শন করা। বিশেষ করে রাশিয়াকে ভয় দেখানো। যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার অত্যন্ত গোপনীয় এই পরিকল্পনার নাম ছিল “অ্যা স্টাডি অফ লুনার রিসার্চ ফ্লাইটস” অথবা “প্রজেক্ট এ ১১৯”।
৩.ইজরায়েলের প্রথম রাষ্ট্রপতি হিসেবে আলবার্ট আইনস্টাইনকে মনোনীত করা হয়। ১৯৫২ সালে তাকে যখন এই প্রস্তাব দেয়া হয় তিনি সাথে সাথে না করে দেন।