আজ আমি আপনার কাছ থেকে শিক্ষণীয় কী জানতে পারি?
আজ আমি আপনার কাছ থেকে শিক্ষণীয় কী জানতে পারি?
জীবনের চলতে পথে অনেক কিছুই শিক্ষণীয়। কথায় বলে জন্ম থেকে দোলনা পর্যন্ত শেখার সময়। আসলেই তাই। মাঝে মাঝে হাজার ঘাত প্রতিঘাত আর বস্তাপচা বুলির তুবড়ি ভেঙ্গে পথ করে নিতে হয়। জীবন কখনই পদ্মফোটা ফুল কিংবা গোলাপের বাগিচা নয়। খাড়াই উৎরাই পেরিয়ে তবেই হয়ত কিছুটা আলোর দেখা মেলে। অবশ্যই ব্যতিক্রম আছে কিন্তু সে সব সোনার চামোচ মুখে নিয়ে জন্মানো সৌভাগ্যবান মানুষ কমই হয়।
তাই তো সুখে থাকার মনোভাব খুবই গুরুত্বপূর্ণ। নিজের কি আছে না আছে তার উপর এ নির্ভর করে না। দেখবেন রাস্তার ধারের ঐ টোকাই কি সুন্দর হাসে ছেঁড়া গেঞ্জি প্যান্ট পড়ে। অপরদিকে হাজার টাকার মালিক প্রতিদিন সকালে বের হন গিন্নির সাথে একচোট নিয়ে, মর্নিং এক্সারসাইজ করতে। নইলে বাড়ন্ত কোলেস্টেরল তার সাথেই যে একচোট দেখিয়ে দেবে! একজন টাকার হাহাকারে ঘুরে ঘুরে মরে আরেকজন টাকার উপর শুয়ে শুয়ে মরে। গন্তব্য কিন্তু ঐ একটাই… তাই মনোভাব তথা Attitude যেন সুখের প্রকৃত উৎস।
আরেকটা বিষয় বলি। আমরা প্রতিনিয়ত পরিবর্তন প্রত্যাশা করি। অন্তত খারাপ কেটে গিয়ে নির্মেঘ ভোর আর সোনালী আলোর প্রত্যাশি আমরা প্রায় সকলেই। কিন্তু সেই সোনালী আলো আনবার জন্য কষ্ট স্বীকার করবার ইচ্ছা যেন কারোরই নেই।
সুখে থাকুন, সুখি হোন। এগিয়ে চলুন, এগিয়ে যান। জীবনের শিক্ষা হোক মধুময়। এ শুভ কামনা সকলের তরে। অশেষ ধন্যবাদ জ্ঞাপন করছি সাদাব মুনতাসির কে উত্তরের অনুরোধ করবার জন্য। আর হ্যাঁ, ছবি গুলোর কৃতজ্ঞতা সাক্সেস পিকচার্স এর।