আত্মবিশ্বাস বাড়ানোর সেরা বই কোনটা?
আত্মবিশ্বাস বাড়ানোর সেরা বই কোনটা?
Add Comment
বড়ই ভিশন কঠিন প্রশ্ন করেছেন। আত্মবিশ্বাস বাড়ানোর একক বই আমার মতে হয় না। এক একজন মানুষ এক একভাবে আত্মবিশ্বাসী হয়। আমার আত্মবিশ্বাস বাড়ানোর জন্য ৩ ধরনের বইয়ের কথা বলি। ১. দৈনিক সংবাদ পত্রিকা পড়া। ২. তিন গোয়েন্দা সিরিজের বই পড়া। ৩. ছোট ছড়া- কবিতা/ ধাধার বই পড়া।
এছাড়াও আমি ব্যক্তিগত ভাবে সব ধরনের মানুষের (বয়স্ক আত্মীয়, কাজের মহিলা, রাজমিস্ত্রি, রিক্সাওয়ালা, ঝালমুড়ি ওয়ালা, ফুসকা ওয়ালা, প্লে বয়, কলগার্ল, ঘুষখোর, সুদখোর, ধার্মিক, নাস্তিক ইত্যাদি) কাছ থেকে জীবনের গল্প শুনি।