আত্মসম্মান বাড়ানোর কিছু টিপস কী কী?
আত্মসম্মান বাড়ানোর কিছু টিপস কী কী?
Add Comment
১. অতি প্রয়োজন ছাড়া কথা কম বলা।
২. কারো কাছ থেকে সাহায্য না চাওয়া, বিশেষ করে টাকা ধার না নেয়া।
৩. দোকানপাটে বসে না থাকা ও ভবঘুরে মানুষের সাথে আড্ডা না দেয়া।
৪. নিজেকে সব সময় অপরাধমূলক কাজ থেকে দূরে রাখা।
৫. অন্যকে খুব বেশি সাহায্য করা এবং সম্মান করা।
৬. নিজ এলাকায় জন কল্যাণমূলক কাজগুলো করে যাওয়া এবং কাজে নেতৃত্ব দেয়া।