আপনাকে যদি কয়েকটি উপদেশ দিতে বলা হয়, কী উপদেশ দেবেন?
আপনাকে যদি কয়েকটি উপদেশ দিতে বলা হয়, কী উপদেশ দেবেন?
০] পরনিন্দা,পরচর্চা না করা।পরের হাঁড়ির খবর নেওয়া অন্যতম কুঅভ্যেস,এটা অবশ্যই অকাজ।
১] ডাক্তার , উকিল , শিক্ষক বা কাছের মানুষের কাছে নিজেকে প্রকাশ করা যায় , সবার কাছে নয় । অপর ব্যক্তিরা একে হাতিয়ার করে অনেক ক্ষতি করে ।
২] সমালােচনা করলে শুধরানাে যায় ঠিকই , কিন্তু অতি সমালােচনায় বিরূপ মানসিকতা তৈরি হয়, কখনও কখনও এর দ্বারা কাজে উৎসাহ লােপ পায় ।অতএব,একজনের আড়ালে আরেকজনের সমালােচনা না করা।
৩} সামনে ভালাে ব্যবহার পেছনে তিরষ্কার এটা শুধু বিরক্তিকর নয় , দুঃখজনকও বটে । এক্ষেত্রে সহজ সরল ভাবে চলার গতি শ্লথ হয় ।এককথায়,পেছনে নিন্দে সামনে ভালােমানুষী না করা।
৪]সাপের মুখেও চুমু আবার ব্যাঙের মুখেও চুমু। মানে দুপক্ষকেই খুশী করার চেষ্টা না করা। আবার কাজ হাসিল করার জন্য গর্তে না নামা।সবসময় নিজ স্বার্থসিদ্ধির উদ্দেশ্যে অন্যকে প্যাম্প না দেওয়া।পাশাপাশি নিজেড় দায়িত্ব এড়ানাের চেষ্টা না করা।
৫] অহংকার- এই সমস্ত লােকদের মৃত্যু ভয় নেই । তারা এমন ভাব নিয়ে চলাফেরা করে যেন এই পৃথিবীতে তাদের মৃত্যু হবে না । তাদের ইগাে খুব বেশি থাকে । উপরােক্ত টাইপের লােকদের এড়িয়ে চলা ।
৬] কথা বলতে বলতে আঘাত নয় , কিন্তু গায়ে মারা , গায়ে পড়া স্বভাব ত্যাগ করা।এটা অনেক সময়ই দৃষ্টিকটু।
৭ ] দুজন ব্যক্তি কথা বলছে , কথা শেষ হওয়ার আগে কথা শুরু না করা ।পাশাপাশি বয়স্ক লােকদের সম্মান দিয়ে কথা বলা।
৮ ] কথা বলতে বলতে হাঁচি এলে মুখে চাপা দিয়ে হাই বা হাঁচি করা ।
৯ ] অনেক এমন স্বভাবের মানুষ আছে , যারা পাশে থাকা কারো অসুবিধা দেখে সমাধান না করে হাসাহাসি করে , এটা একদম অসহ্য লাগে।এই বদভ্যাস ত্যাগ করা।
১০] সবসময় অন্যের ব্যক্তিগত বিষয়ে নাক না গলানাে।আর না জেনে না শুনে একটা বড় রকমের ডিগ্রি দিয়ে না দেওয়া।
১১] সবসময় সবকিছুতে অন্যের দোষ – ত্রুটি বা খুঁত না ধরা। একটা প্রবাদ আছে ‘ নিজের বেলা অটিশুটি পরের বেলা চিমটি কাটি ‘ এই মানসিকতা থেকে বের হওয়া।
১2] পুরাে বিষয়টা না জেনে , না বুঝে হুটহাট করে উল্টোপাল্টা মন্তব্য করে না বসা । আবার নিজে যেটা জানি না সেটা নিয়ে উপদেশ না দেওয়া ।”আপনি আচরী ধর্ম ওপরে শেখাও”এই কথাটি কেউ মানতে চায় না এটা বুঝে কথা বলা।
১৩]ভারী ভারী জ্ঞান দিয়ে অতিরিক্ত মহান সাজার চেষ্টা না করা। কিছু কিছু মানুষের এইসব ব্যবহার আমার বড্ড বিরক্তিকর লাগে ।