আপনার আজ প্রাপ্ত সেরা পরামর্শ কোনটি?
আপনার আজ প্রাপ্ত সেরা পরামর্শ কোনটি?
আজকে অনেকটা সময় বিভিন্ন উক্তি নিয়ে পড়াশোনা করেই কেটে গেছে, তাই অনেকগুলো সেরা পরামর্শ আছে। সেগুলো মধ্য থেকে ১৫ টা উক্তি এখানে লিখলাম ।
১) “সবচেয়ে বড় জ্ঞানের পরিচয় হল, তুমি কিছুই জানো না – এটা জানা”
—: সক্রেটিস
২) “চলুন আজকের দিনটাকে আমরা উৎসর্গ করি, যাতে আমাদের সন্তানরা কালকের দিনটাকে উপভোগ করতে পারে”
—: ড. এ.পি.জে. আব্দুল কালাম
৩) “যদি স্বপ্ন দেখতে পারো, তবে তা বাস্তবায়নও করতে পারবে”
—: ওয়াল্ট ডিজনি
৪) “সমস্যা তোমাকে থামিয়ে দেয়ার জন্য আসে না, তোমাকে পথ দেখাতে আসে”
—: রবার্ট এইচ. স্কুলার
৫) “জলের দিকে শুধু তাকিয়ে থাকলে তুমি কোনওদিন সাগর পাড়ি দিতে পারবে না”
রবীন্দ্রনাথ ঠাকুর
৬) “যতক্ষণ আমি শ্বাস নিচ্ছি, আমি চেষ্টা করে যাব। কারণ এখন আমি সাফল্যের সবচেয়ে বড় উপায়টি জানি: আমি যদি যথেষ্ঠ চেষ্টা করি, আমি জিতবই”
–: ওজি ম্যাডিনো
৭) “একজন মানুষ যত বড় হতে চায়, তত বড় হতে পারে। যদি সে নিজের ওপর বিশ্বাস রাখে, তার যদি সাহস আর নিবেদন থাকে, এবং সে যদি বড় অর্জনের জন্য ছোট ত্যাগ স্বীকার করতে রাজি থাকে, তার পক্ষে যে কোনও কিছু সম্ভব ”
–: ভিন্স লম্বার্ডি
৮) “একজন মানুষ যত বড় হতে চায়, তত বড় হতে পারে। যদি সে নিজের ওপর বিশ্বাস রাখে, তার যদি সাহস আর নিবেদন থাকে, এবং সে যদি বড় অর্জনের জন্য ছোট ত্যাগ স্বীকার করতে রাজি থাকে, তার পক্ষে যে কোনও কিছু সম্ভব “
–: এইচ. রোস পেরট
৯)“সফল হতে চাইলে তোমাকে সামনে আসা সব চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে। বেছে বেছে চ্যালেঞ্জ নেয়া যাবে না”
–: মাইক গাফফা
১০) “জীবনে অনেক বিষয় আছে যেগুলো তোমার নিয়ন্ত্রণের বাইরে এবং সেগুলো নিয়ে মাথা ঘামানোরও মানে হয়না, কারণ এর বাইরেও তোমার হাতে হাজার হাজার জিনিস রয়েছে যেগুলো তুমি বিজয় করতে পারো “
–: রায় টি. বেনেট
১১) ” জীবনে আমি হাজার হাজার ভুল করেছি, হাজারবার হোঁচট খেয়েছি- এবং সেটি নিয়ে আমি গর্বিত! প্রত্যেকটি ভুল, প্রত্যেকবার হোঁচট খাওয়া আমাকে গড়ে তুলেছে আরো শক্তিশালী, আরো পরিণত করা “
–: ড্রু ব্যারিমোর
১২) প্রত্যেকের জীবনের একটা গল্প আছে । অতীতে ফিরে গিয়ে গল্পের শুরুটা কখনো পরিবর্তন করা সম্ভব নয় , কিন্তু কঠোর পরিশ্রমের মাধ্যমে গল্পের শেষটা চাইলেই নতুন করে সাজিয়ে তুলতে পারো ।
–: চিকো যাবিয়ার
১৩) “সম্পন্ন করার আগে সবকিছুই অসম্ভব মনে হয়”
–: ন্যালসন ম্যান্ডেলা
১৪) “জীবন হোক কর্মময়, নিরন্তর ছুটে চলা। চিরকাল বিশ্রাম নেয়ার জন্য তো কবর পড়েই আছে”
–: হযরত আলী (রা:)
১৫) “বুদ্ধিমানেরা তখন কথা বলে যখন তাদের কিছু বলার থাকে। বোকারা কথা বলে কারণ তারা ভাবে তাদের কথা বলতে হবে”