আপনার উপলব্ধিতে জীবনের তিক্ত কিন্তু চরম বাস্তব সত্যগুলো কী কী?
আপনার উপলব্ধিতে জীবনের তিক্ত কিন্তু চরম বাস্তব সত্যগুলো কী কী?
Add Comment
মোটামুটি এক তৃতীয়াংশ পার করেছি জীবনের।অনেক তিক্ত সত্য জানার বাকি। তবে নিচের বিষয়গুলো আমি মনে প্রাণে ধারণ করি।
- দি মোর ফাক ইউ গিভ, দি লেস ফাক ইউ গেট।
- আপনার পরিবারের সদস্য ছাড়া সবাই স্বার্থপর।মাদার তেরেসারা ব্যতিক্রম।
- আপনি কি মনে করেন, কি ভাবেন তা কেউই কেয়ার করেনা,কেয়ার করার ভান করে।
- পৃথিবীর অন্তত ৯৯% মানুষ এটেনশন সিকার।এই ৯৯% মানুষের ৯৯% কাজই লোক দেখানো।
- পৃথিবীতে জনসংখ্যা বাড়ার সাথে সাথে মানুষের সংখ্যা কমছে।
- আমরা সবাই ক্রেডিটখোর। স্বীকৃতি পাওয়ার ব্যাপারে বিন্দুমাত্র সন্দেহ থাকলে আমরা পিছিয়ে যাই, কাজটা যত মহান হোক না কেন।
- কোন দৃশ্যমান বস্তু সুখের উৎস হতে পারেনা।গ্রীষ্মের কোন তপ্ত দুপুরে রিক্সাওয়ালার সাথে এক বোতল কোক শেয়ার করে তার মুখের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকলে ধরণীতে আপনার কি করা উচিত আর কি করা উচিত না সেই বিষয়ে কিছুটা জানতে পারবেন।
- আমরা নিত্যদিনের যে সব সমস্যাগুলোর মুখোমুখি হই তা জীবনের বিস্তৃতির কাছে নিতান্ত নগন্য।জীবন পালটে দেয়ার মত সমস্যা ২-৩ টার বেশি হয়না।
- আপনার মতামত বা ধারণাকে শ্রেয়তর মনে করবেন না, উপযুক্ত পরিস্থিতিতে সবাই মত পাল্টাতে বাধ্য হয়।
- আপনি,আমি সবাই ঘোরতর হিপোক্র্যাট।
- আপনাকে কেউ আসলে ঠিকঠাক বোঝেনা, আপনি নিজেও না