আপনার জানা একটি বুদ্ধিদীপ্ত গল্প ভাগাভাগি করবেন কি?
আপনার জানা একটি বুদ্ধিদীপ্ত গল্প ভাগাভাগি করবেন কি?
আপনি ভাবছেন চাকরি দরকার । হন্য হয়ে খুঁজছেন চাকরি ৷ চাচ্ছেন যোগ্যতা অনুযায় একটি ভালো চাকরি ৷ না, একটু অন্যভাবে ভাবুন ৷ নিজেকে প্রশ্ন করুন আমাকে কেন একটি মাল্টিন্যাশনাল বা এ গ্রেডের কোম্পানি নিয়োগ দেবে? নিয়ােগকর্তা আমাকে দিয়ে কতটুকু লাভবান হবেন? নিয়োগকর্তা আসলে চাচ্ছেন কি? সে যোগ্যতা আমার কতটুকু আছে?
একবার এক কাক এসেছে চড়ুই পাখির কাছে ৷ চড়ুই পাখি তখন বুট (ছোলা)খাচ্ছিল কাক বললো- বন্ধু, আমি কি তোমার সাথে একটু বুট (ছোলা) খেতে পারি? চড়ুই পাখি বললাে- ভাই কোন সমস্যা নাই। তবে তুমিতাে নানানতা খাও; ঠোটা যদি দয়া করে একটু ধুয়ে আসতে-
কাক গেল নদীর কাছে ৷
নদী বললো …কাক ভইি কোন সমস্যা নাই, তবে তুমি নানানতা খাও কিনা, যদি কুমার বাড়ি থেকে একটা পাতিল’আনতে ৷ কাক গেল কুমার বাড়ি ৷
কুমার বললো- আরে কাক ভাই কোন সমস্যা নাই, শুধু পাতিল তৈরির মাটি গেছে ফুড়িয়ে ৷ যদি একটু মাটি আনতে পারো ৷ কাক গেল মাটির কাছে ৷
মাটি বল্ল-আমাকে কাটবে কি দিয়ে? পাচুন (মাটি কাটার ছোট যন্ত্র) ছাড়া কি হয়? যাও কামার বাড়ি ৷ কাক গেলো কামার বাড়ি ৷
কামার বললাে- আগুন তো গেছে নিভে, যাও কোন গেরস্থ বাড়ি থেকে একটু আগুন যদি পাও ৷ কাক গেলো গেরস্থ বাড়ি। কাক গেরস্থকে বললো,
গেরস্থ ভাই গেরস্থ ভাই,
দিবা আগুন, গড়াবাে পাচুন, কটিবাে মাটি,
গড়াবাে খুঁটি (খুঁটি ঃ এক প্রকার অতি ছোট পাত্র বিশেষ)
ভড়বাে জ্ল, ধূবাে ঠোট তারপর খাবাে আমি চড়ুই .…র বুট ৷
গেরস্থ কাকের কথা শুনে আগুন পটিখড়ির মধ্যে ধরিয়ে বেঁধে দিলো কাকের ডানায় পটিখড়ি পুড়তে পুড়তে আগুন ধরলো কাকের শরীরে… ৷ আপনার অবস্থাও কিন্তু হতে পারে গল্পের কাকের মতো ৷ কাজেই শুরুতেই জানতে চেষ্টা করুন আপনার পছন্দের চাকরির ক্ষেত্রে ক্ষেত্রে নিয়ােগকর্তা কি চাচ্ছেন? সেই যোগ্যতা কতটুকু আপনার আছে আর কতটুকু অর্জন করা জরুরী তমনে রাখতে হবে, দ্রুত বিভিন্ন জনের কথায় কান দিয়ে, যেন কাকের মত শেষে ডানায় আগুন না লেগে যায় ৷