আপনার জানা একটি শিক্ষণীয় গল্প আমায় শোনাবেন কি?
আপনার জানা একটি শিক্ষণীয় গল্প আমায় শোনাবেন কি?
গল্পটি বিখ্যাত মার্কিন চিত্রশিল্পী পাবলো পিকাসো কে নিয়ে।একদিন পাবলো পিকাসো রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন, হঠাৎ একজন ভদ্র মহিলা সামনে এসে কৌতুহলী হয়ে জিজ্ঞেস করলেন, আপনি সেই বিখ্যাত চিত্রশিল্পী পাবলো পিকাসো না?
জবাবে মুচকি হেসে পাবলো পিকাসো বললেন, জ্বি, আমিই পাবলো পিকাসো। কথার এক পর্যায়ে ভদ্র মহিলা বললেন, স্যার আমি আপনার ভক্ত। আপনি কি আমাকে একটি ছবি এঁকে দিতে পারবেন?
বিখ্যাত কাউকে কাছে পেলে আমরা সবাই এমনটা করি। স্মৃতি হিসেবে কিছু নিতে চাই। ভদ্র মহিলাও এই দৃষ্টিকোণ থেকে একটি ছবি এঁকে নিয়ে যেতে চাইলেন। পাবলো পিকাসো ছবি এঁকে দিতে রাজি হলে ভদ্র মহিলা একটি কাগজ এগিয়ে দিলেন।
পাবলো পিকাসো রাস্তাতে দাঁড়িয়ে মাত্র ৩০ সেকেন্ডে একটি ছবি এঁকে দিলেন। ভদ্র মহিলা ছবিটি হাতে নিয়ে বললেন আমি আপনার ছবির বিনিময় হিসেবে কি দিতে পারি! পাবলো পিকাসো শান্ত গলায় বললেন ছবিটির মূল্য ৫০ লক্ষ টাকা। ছবির মূল্য শুনে ভদ্র মহিলা চোখ কপালে তুলে বললেন! কি! মাত্র ৩০ সেকেন্ড একটি কাগজে পেন দিয়ে কিছু দাগ টেনে ৫০ লক্ষ চাচ্ছেন!
পাবলো পিকাসো ভদ্র মহিলার কথা শুনে সেখান থেকে প্রস্থান করলেন। এবার মহিলা ছবিটি নিয়ে একটি গ্যালারিতে গিয়ে ছবিটির মূল্য জানতে চাইলেন। ছবিটি হাতে নিয়ে মালিক বললেন এটি কি পাবলো পিকাসোর ছবি। মহিলা হ্যাঁ বলে উত্তর দিলেন। গ্যালারির মালিক বললেন আমি ছবিটির জন্য আপনাকে ৫০ লক্ষ টাকা দিতে পারবো। মহিলা দাম শুনে রাস্তায় বেরিয়ে পাবলো পিকাসো কে খোজা শুরু করলেন।
অবশেষে পাবলো পিকাসো কে পেয়ে ভদ্র মহিলা বললেন, আপনি মাত্র ৩০ সেকেন্ডে দাঁড়িয়ে কি এমন কি এঁকে দিলেন যার মূল্য ৫০ লক্ষ টাকা! পাবলো পিকাসো জবাবে বললেন, ম্যাডাম আপনি শুধু ৩০ সেকেন্ডের আঁকা ছবিটি দেখেছেন কিন্তু এই ৩০ সেকেন্ডে ৫০ লক্ষ টাকা মূল্যের ছবি আঁকার জন্য আমাকে ৩০ বছর ঘাম ঝরাতে হয়েছে।