আপনার জানা শিক্ষামূলক একটি গল্প আমাদের বলবেন কি?
আপনার জানা শিক্ষামূলক একটি গল্প আমাদের বলবেন কি?
একটি ছোট্ট পাখি 🕊️ শীতের আগমনের সঙ্গে সঙ্গে দক্ষিণের উষ্ণ দেশে পাড়ি জমাতে যাচ্ছিল। দীর্ঘ যাত্রার ক্লান্তি ও কনকনে শীতের তীব্রতায় পাখিটি ধীরে ধীরে শক্তিহীন হয়ে পড়ে। তীব্র ঠান্ডায় তার ডানাগুলো জমে যাচ্ছিল, আর সে উড়তে পারছিল না। অবশেষে, শক্তি হারিয়ে সে একটি বিশাল মাঠের মাঝখানে নেমে এল এবং সেখানে নিস্তেজ হয়ে পড়ে রইল।
পাখিটি যখন জমে যাচ্ছিল এবং শীতে কাঁপছিল, তখন এক গরু সেই পথ দিয়ে যাচ্ছিল। গরুটি পাখির দুরবস্থা লক্ষ্য করল। যদিও গরুর পক্ষে কিছু করা সম্ভব ছিল না, তবুও সে পাখিটিকে তার গোবর দিয়ে ঢেকে দিল। প্রথমে পাখিটি অবাক হয়ে গেল। সে ভাবল, তার কষ্ট আরও বেড়ে গেছে। কিন্তু কিছুক্ষণের মধ্যেই সে বুঝতে পারল যে, গোবরের গরমে তার শরীর আবার গরম হয়ে উঠছে। পাখিটি ধীরে ধীরে আরাম বোধ করতে লাগল এবং তার ডানা ও শরীরের জড়তা কেটে যেতে লাগল। পাখিটির মনে আনন্দ ফিরে এল, আর সেই আনন্দে সে গান গেয়ে উঠল। ♪ ♫
পাখির সুরেলা গান পাশ দিয়ে যাচ্ছিল এমন এক ক্ষুধার্ত বিড়ালের কানে পৌঁছাল। বিড়ালটি গানের উৎস খুঁজতে মাঠের এদিক-ওদিক খোঁজা আরম্ভ করল। কিছুক্ষণ খোঁজার পর, বিড়ালটি পাখির অবস্থান শনাক্ত করতে সক্ষম হল এবং গোবরের দিকে এগিয়ে গেল। বিড়ালটি গোবর খুঁড়ে পাখিটিকে বের করে আনল। পাখিটি তখনো গান গেয়ে চলেছিল, কিন্তু সে বুঝতে পারছিল না যে, বিড়ালের উদ্দেশ্য মোটেও ভালো নয়। বিড়ালটি সঙ্গে সঙ্গে পাখিটিকে ধরে ফেলল এবং তার ক্ষুধা মেটানোর জন্য পাখিটিকে খেয়ে ফেলল।