আপনার জানা সেরা কৌতুক কোনটি?
আপনার জানা সেরা কৌতুক কোনটি?
Add Comment
সৈয়দ মুজতবা আলী কলকাতার এক স্টেশনারি দোকানে গিয়ে জিজ্ঞেস করলেন, ডায়মন্ড বলপেন আছে? সেলসম্যান মুখের উপর বলে দিল, নেই। চলে যাচ্ছিলেন, নিজেই ফিরলেন। জিজ্ঞেস করলেন, অন্য কী বলপেন আছে? সেলসম্যান বললো, অনেক আছে ! পাওয়ার, সুলেখা, ব্রাইট……সৈয়দ মুজতবা আলী তাদের বুঝালেন সেলসম্যানশিপ কী? যখন তিনি জিজ্ঞেস করছিলেন ডায়মন্ড বলপেন আছে কি না? তাদের বলা উচিত ছিল, ডায়মন্ড বললেন নেই তবে পাওয়ার, ব্রাইট, সুলেখা…ইত্যাদি আছে।ক্রেতাকে বিকল্প না দেখিয়ে বিদায় করাটা ঠিক না। সেলসম্যানরা লজ্জিত হল, কিন্তু শিখলো।
কিছুক্ষণ পর সাহিত্যিক অন্নদাশঙ্কর রায় এসেছেন। জিজ্ঞেস করলেন টয়লেট পেপার আছে? সৈয়দ মুজতবা আলীর দীক্ষিত সেলসম্যান উত্তর দিল, টয়লেট পেপার একটু আগে শেষ হয়ে গেছে, তবে শিরিশ পেপার আছে, দেব?