আপনার জীবনের একটি হাসির গল্প বলবেন কি?
একটি সুন্দর গল্প।
পড়ুন! ভালো লাগবে।
সে অনেকদিন আগের কথা!!
কোনও এক রাজা তার নতুন রাণীকে নিয়ে মাছ ধরতে যাবেন ভাবলেন। রাজা জ্যোতিষী কে জিজ্ঞেস করলেন বৃষ্টি হবার আশঙ্কা আছে কি? জ্যোতিষী গণনা করে বললেন কোন আশঙ্কাই নেই!
লোকলস্কর নিয়ে রাজা চললেন মাছ ধরতে। পথে দেখা এক চা’ষার সাথে। বেচারা টা’ক মাথায় হন্তদন্ত হয়ে বাড়ি ফিরছে গা’ধার পিঠে চড়ে। রাজাকে দেখে গা’ধার পিঠ থেকে নেমে প্রনাম জানালো। যখন জানলো রাজামশাই মাছ ধরতে যাচ্ছেন, বললো শিগগির ফিরে যান রাজা মশাই! মুষল ধারে বৃষ্টি আসছে !
রাজা চা’ষার কথা বিশ্বাস না করে এগিয়ে চললো। খানিক পরেই শুরু হলো মুষল ধারে বৃষ্টি, সবাই ভিজে কা’ক!
পরদিন রাজা সভায় এসে প্রথমে বরখাস্ত করলেন রাজ জ্যোতিষী কে। আর তারপর ডেকে পাঠালেন সেই চা’ষাকে। চা’ষা এলে সাদরে অভ্যর্থনা করে বললেন আজ থেকে তুমিই হবে আমার জ্যোতিষী!
চা’ষা তো আকাশ থেকে পড়লো! বললো আমি কি জ্যোতিষের কিছু জানি? রাজা যখন বললেন তাহলে কাল কি করে সঠিক বললে?
একগাল হেসে চা’ষা বললো, সেতো জানে আমার #গা’ধা। ওর কান দুটো যখনই ঝুলে পড়ে, তখন বুঝতে পারি বৃষ্টি আসছে!
সবশুনে রাজা গা’ধাকেই নিয়োগ করলেন।
সেই যে শুরু, তারপর থেকে আজ অব্দি সরকারি গুরুত্বপূর্ণ পদে #গা’ধাদেরই নিয়োগ করা হচ্ছে
সংগৃহীত