আপনার জীবনের কোন ঘটনাটি খুবই লজ্জাজনক এবং হাস্যকর?
আপনার জীবনের কোন ঘটনাটি খুবই লজ্জাজনক এবং হাস্যকর?
দশম শ্রেণিতে পড়াকালীন একদিন সকালে কোচিং ছিলো(তখন করোনা ভাইরাস এর জন্য স্কুল বন্ধ ছিল বলে কোচিং সকালে হতো)। তো ক্লাস শুরু হবে ঠিক ৭ টা বাজে।সকাল ০৬ঃ৩৭ মিনিটে ঘুম থেকে উঠলাম।🤦♀️
সুন্দরমত ধীরে ধীরে তৈরি হয়ে ০৬ঃ ৫৫ তে কোচিং এ গিয়ে পৌছালাম।গিয়ে দেখি সবাই উপস্হিত এবং শিক্ষিকাও ইংরেজি পড়াচ্ছেন।আমি শিক্ষিকার অনুমতি নিয়ে ক্লাসে প্রবেশ করতেই সবাই যেন আমাকে দেখে রীতিমতো থমকে গেলো।যাই হোক ক্লাসে গিয়ে বসার পরপরই শিক্ষিকা বললেন,”সমস্যা নেই,ছোটবেলায় আমারও এমন হতো”।কিছু বুঝে উঠার আগেই দেখলাম ক্লাস শেষ হয়ে গেলো এবং শিক্ষিকাও চলে গেলেন।এরপর আমি বাকরুদ্ধ হয়ে আমার বান্ধবীদের জিজ্ঞেস করলাম,”কি হলো?আজকে কি উনি আমাদের পড়াবেন না?”এরপর আমার এক বান্ধবী তার খাতা দেখিয়ে আমাকে বললো,”পড়ানো শেষ,আজকে এগুলো পড়ালো।” আমি তো অবাক।আমি আমার বান্ধবী কে বললাম,”কি হলো?কখন পড়ালেন এগুলো?ক্লাস তো মাত্র শুরু হলো!এত তাড়াতাড়ি কিভাবে কি হলো?” এরপর সে আমাকে বলে,”ঘড়িতে দেখো,কটা বাজে?” দেখলাম ০৮ঃ০২ বাজে।এরপর সে বললো,তুমি আজকে ১ ঘন্টা দেরি করে এসেছো এবং আমাদের ১ম ক্লাস সম্পন্ন হয়েছে মাত্র।আমি বললাম,”না,এ হতে পারে না।আমি সঠিক সময়ে এসেছি।আমার মনে হয় এই ঘড়ি টা নষ্ট হয়ে গেছে, আর নাহয় তোমরা বোধহয় ১ ঘন্টা আগে এসেছো।” এরপর সে বললো,”ঠিক আছে,মানলাম আমরা ভুল সময়ে এসেছি,কিন্তু তাই বলে আমরা সবাই কি একই ভুল করবো?” তখন আমার মাথায় এলো যে আমি মনে হয় মোবাইলে ০৭ঃ৩৭ এর স্হলে ০৬ঃ৩৭ দেখেছি ঘুমের ঘোরে।আর এর ফলেই এত কিছু হলো।আর সেই মুহূর্তে আমার কি যে লজ্জা বোধ হয়েছিল বলে বোঝাতে পারব না।সেই সাথে কিছু টা হাসিও পেয়েছিল।😅 যাই হোক,কোচিং শেষে বাসায় যাওয়ার পর আম্মু জিজ্ঞেস করলো,”আজকে ৮ টার দিকে বের হয়েছো তুমি,সেই খেয়াল কি আছে?” কি আর করার?আম্মু কে সব বলার পরে আম্মুও হাসতে হাসতে শেষ।😑এই ছিলো আমার জীবনের একটি ক্ষুদ্র লজ্জাজনক এবং সেই সাথে একটি হাসির ঘটনাও।😆