আপনার জীবনের কোন ঘটনাটি খুবই লজ্জাজনক এবং হাস্যকর?
আপনার জীবনের কোন ঘটনাটি খুবই লজ্জাজনক এবং হাস্যকর?
Add Comment
একদিন রাস্তা দিয়ে হেটে যাচ্ছিলাম হঠাৎ একটা বিল্ডিংয়ের ছাদের দিকে চোখ পড়লো দেখলাম একটা মেয়ে আমার দিকে তাকিয়ে হাই দিচ্ছে হাত নাড়িয়ে। আমি ভাবলাম আমাকেই হয়তো দিয়েছে আমিও তাকে হাত নারিয়ে হাই দেওয়া শুরু করলাম আর পিছন হাহা করে হাসির শব্দ পেয়ে পেছনে তাকি দেখি অন্য একটা মেয়ে তারা দুই বান্ধবি হাই হ্যালো করছিলো আর মাঝখান থেকে বেক্কল হইলাম আমি😂😂 তখন অনেক লজ্জা লাগছে আর একা একাই হেসেছি অনেক্ষন😂😂
ওই ঘটনার পর থেকে দূর থেকে কেও ইশারা দিলে আগে ডানে বামে দেখে নেই আমার আশেপাশে অন্য কেও আছে কিনা😅