আপনার জীবনের মহান ভুলগুলি কী?

    আপনার জীবনের মহান ভুলগুলি কী?

    Default Asked on August 17, 2024 in অনুসরণ.
    Add Comment
    1 Answer(s)

      ১। এসএসসি পাসের পর সুযোগের অভাবে ফালতু এক কলেজে ভর্তি হয়েছিলাম ।

      আমার সবথেকে বড় ভুল ছিলো আমি সারাক্ষণ কলেজের দোষ দিতাম অথচ আমি যে পড়াশোনা করি না তা খেয়াল করতাম না । ফলাফল হিসেবে সেই কলেজ এখনো টিকে আছে অথচ আমি পড়াশোনায় আরো দুর্বল হয়ে পড়েছি ।

      ২। বিশ্ববিদ্যালয় ভর্তির আগে এক নামীদামি এডমিশন কোচিং সেন্টারে ভর্তি হয়েছিলাম শুধুমাত্র বন্ধুদের তাক লাগিয়ে দিব ভেবে । অথচ তাদের আল্ট্রা লেভেলের পড়াশোনা ছিলো শুধুই মেধাবীদের জন্য আমি সেখানে কিছুই পারতাম না । ফলাফল যেসব বন্ধুরা নর্মাল কোচিং সেন্টারে ভর্তি হয়ে ঠিকমতো পড়াশোনা করেছিল তারা এখন সবাই বিশ্ববিদ্যালয়ের এক ব্যাচ সিনিয়র আর আমি এক বছর লস মেরে কলেজে অনার্স পড়ছি ।

      • জীবনের সবচেয়ে বড় ভুল

      ৩। না জেনে , না চিনে , শুধুই ফেসবুকে পরিচিত হয়ে মন প্রাণ উজার করে দিয়ে এক মেয়েকে ভালোবেসেছিলাম । তার পরিবার পরিজন, বাসস্থানের খোজখবর না নিয়ে পরিচিত হবার দুই মাসের মাথায় সবার অমতে এবং নিষেধ সত্বেও বিয়ে করে ফেলেছিলাম । ফলাফল হিসেবে বিয়ের কিছুদিনের মধ্যে টের পেলাম মেয়ের স্বভাব চরিত্র ভালো ছিলো না । আমার পূর্বেও এরকম কাজ প্রায় অনেকবার করতে যেয়েও সফল হয়নি । ব্যাবহার আচরণ তো একদম নিম্ন শ্রেণীর জীবদের মত ছিলো । কিন্তু ততদিনে অনেক দেরি হয়ে গিয়েছিলো ।

      ৪। কখনো কখেনো সহজেই মানুষের মুখের কথা বিশ্বাস করে ফেলেছি । গোপনে তাদের সম্পর্কে খোজ খবর নেই নি । ফলাফল হিসেবে এত বড় বড় বাঁশ খেয়েছি যে কখনো দুনিয়াতে টিকে থাকাটাই অপ্রয়োজনীয় মনে হয়েছে ।

      সেরা বলবো না তবে ছোট আরেকটা ভুল

      ৫। ক্যামেরা কেনার জন্য টিউশনি করিয়ে ১০ হাজার টাকা জমিয়েছিলাম । এক অনলাইন মার্কেটপ্লেস থেকে ক্যামেরা অর্ডার দেবার পর তারা বললো অগ্রীম টাকা দিতে হবে । অনেক কথাবার্তার পর আমি টাকা দিতে রাজি হয়ে গেছিলাম । ফলাফল হিসেবে বোঝাই যাচ্ছে কি হয়েছে । টাকা দেবার পরের দিন পর্যন্ত তারা আমাকে আশ্বাস দিয়েছিল যে ক্যামেরা পাঠিয়ে দিয়েছে । তারপর দিন থেকে তাদের নাম্বার অফ । যদিও ছোট ভুল কিন্তু বাস্তব শিক্ষা পেয়েছিলাম ।

      Professor Answered on August 17, 2024.
      Add Comment
    • RELATED QUESTIONS

    • POPULAR QUESTIONS

    • LATEST QUESTIONS

    • Your Answer

      By posting your answer, you agree to the privacy policy and terms of service.