আপনার জীবনের সবচেয়ে বড় শিক্ষা কী ছিলো যা আপনি কাজে লাগাতে পেরেছেন?
আপনার জীবনের সবচেয়ে বড় শিক্ষা কী ছিলো যা আপনি কাজে লাগাতে পেরেছেন?
আমার জীবনে আমি আগে কখনোই দোয়া করতাম না! তাহাজ্জুদে দোয়ায় কিছু চাওয়া তো আরও অনেক বেশি কিছু। তবে এই বোনের লিখাটা পরে আমি দোয়া করা শুরু করি আর এখন আমি দোয়া কবুলের আনন্দেই ভাল চলতেছি। প্রিয় বোনের সেই লিখাটা নিচে দিলামঃ
আমার এক বান্ধবির কিছু বছর আগে বিয়ে হয়। বিয়ের ২ বছর অব্দি বাচ্চা নেয়ার চেষ্টা করেছিলো তাও হচ্ছিলো না! শেষে ডাক্তারী পরীক্ষা করে জানতে পারে সে কখনোই মা হতে পারবেনা! যার জন্য তার ২ বছরের সংসার বিষন্ন!
ডি/ভোর্স এর ১ বছর পর তাকে এক ছেলে পছন্দ করে এবং সবকিছু জেনেশুনেই সে বিয়ে করে।
সে যে মা হতে পারবেনা জেনেই বিয়ে করছে।
বিয়ের ৬ মাস পর হঠাৎ লক্ষনসমুহে সে বুঝতে পারছে পরে টেস্ট করে নিশ্চিত হয়ছে সে প্রে”গ্নেন্ট। আলহামদুলিল্লাহ।
আল্লাহ চাইলে কি না পারে.. আজইই তার মেয়ে বেবি হইছে। আজকে পোষ্টে সে লিখছে “””তাহাজ্জুদ নামাজ এমন একটা শক্তিশালী নামাজ যেটা বান্দার ভাগ্য বদলে দিতে পারে, সে আরো লিখছে আমি জানতাম আমি মা হতে পারবনা কিন্তু তবুও আমি তাহাজ্জুদে এটায় চেয়ে গিয়েছি আর আল্লাহ আমায় ফিরান নি। ❤️ copyed: এক বোনের পোস্ট।