আপনার জীবনের সেরা সিদ্ধান্তগুলি কী?
আপনার জীবনের সেরা সিদ্ধান্তগুলি কী?
Add Comment
- ফলো করি নিজের রুটিন।
- ঘুম থেকে ওঠে ৩০ মিনিট বই পড়া ঘুমানোর আগে ৩০ মিনিট বই পড়া যা হবে হোক এইগুলো মেনে চলতে হবে।
- দুপুরে না ঘুমানো।
- ঠিক সময়ে ঠিক কাজ টা করা। কোন কাজ করতে অবহেলা না করা।
- ফেইসবুক ব্যবহার না করা।
- মানুষকে ভুল কিছু না শেখানো। যা জানি তা মানুষকে জানানো নিজের একটা দায়িত্ব মনে করি।
- ডেইলি একটা কন্টেন্ট তৈরি করা সময়ের সল্পতায় সম্ভব হয় না।
- কন্টেন্ট তৈরি করার আগে প্রচুর রিসার্চ করে লেখা।
- মানুষ কে ভুল রাস্তা না দেখানো।
- মুভি দেখা থেকে দূরে থাকা।
- অযতা সময় নষ্ট না করা।
- রাতে তাড়াতাড়ি ঘুমানো সকালে তাড়াতাড়ি উঠা।
- নিজের মাইন্ডকে শান্ত রাখা, একটু রাগান্বিত মানুষ।
- নিজের কাছে করা একটা ওয়াদা আছে সেটাকে না ভুলা।
- সম্ভব হলে কোরাতে ১-২ ঘন্টা সময় দেওয়া ডেইলি।
- নিজের সিদ্ধান্ত না বদলানো। এই কাজগুলো নিয়মিত ফলো করা