আপনার জীবনে কোন অলৌকিক ঘটনা ঘটেছে যা শুনতে পারি?
আপনার জীবনে কোন অলৌকিক ঘটনা ঘটেছে যা শুনতে পারি?
আমি একবার জমজমের পানি পরীক্ষা করার জন্য নিয়ত করেছিলাম প্রায় এক বছর রেখে দিব এবং দেখবো। সেটা প্রায় দেড় বছর হয়ে গেল এখনো পানিটি একটু শুকিয়ে যায়নি। এক বোতল পানি রেখেছিলাম। এখনো এক বোতল আছে, পরিষ্কার চকচকে। অন্যান্য বোতলের পানিগুলো বা বালতির পানিগুলো গরমের দিনে শুকিয়ে যায় কিন্তু জমজমের পানি একটু শুকিয়ে যায় নাই। তাছাড়া ঢাকা শহরের পানি দুইদিন রেখে দিলেই পোকার জন্ম হয় কিন্তু জমজমের পানিতে এখনো একটা পোকাও জন্ম হয়নি। একবার হাতে ঘা হয়েছিল। সারা দুনিয়ার ওষুধ লাগে আমি ঠিক করতে পারিনি। কিন্তু জমজমের পানি লাগিয়ে এরপর সেই ঘাগুলো চলে যায়। এজন্য কেউ সৌদি আরবে গেলে আমি জমজমের পানি আনিয়ে রাখি এবং জমিয়ে রাখি যদি আবার ঘা হয়। এই পানিগ এখনো এতোটুকু শুকিয়ে যায় নাই, এটা সম্পূর্ণ অলৌকিক না হলে কিভাবে সম্ভব। আপনিও পরীক্ষা করে দেখতে পারেন।