আপনার জীবনে কোন মানুষদের একদম পছন্দ করেন না?
আপনার জীবনে কোন মানুষদের একদম পছন্দ করেন না?
Add Comment
- যারা মাত্রাতিরিক্ত অহংকার করেন।
- যার মধ্যে লেশমাত্র মানবতা নেই।
- যে উগ্র,সাম্প্রদায়িক,প্রবল জাতীয়তাবাদী,ধর্মান্ধ ও গোঁড়া মাইন্ডেড।
- যে স্বজনপ্রীতি ও পক্ষপাত করে।
- যে অন্ধভাবে অন্যের অনুকরণ করে।
- যে অন্যকে ব্যক্তিগত আক্রমণ করে কথা বলেন।
- যে কুটনামি করেন।
- যে মিথ্যা এবং ছলচাতুরির আশ্রয় নেয়।
- যে মানুষকে ঠকানোতে ওস্তাদ।
- যে অন্যের গোপনীয়তা লঙ্ঘন করে।
- যে অন্যের বাকস্বাধীনতা ও ব্যক্তি-স্বাধীনতার জন্য হুমকি স্বরূপ।
- যে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মানুষের সাথে মিশে যায়।
- যে অকৃতজ্ঞ ও অন্যের জন্য ক্ষতিকর।
- যে বা যারা চাটুকারিতা করেন।