আপনার জীবনে সবচেয়ে অসাধারণ কোন জিনিসটি ঘটেছিল?

    আপনার জীবনে সবচেয়ে অসাধারণ কোন জিনিসটি ঘটেছিল?

    Default Asked on July 31, 2024 in অনুসরণ.
    Add Comment
    1 Answer(s)

      তখন আমি খুবই সামান্য বেতনে একটা চাকরী করি। হুট করে চাকরীটা ছাড়তে হয় একটা অনৈতিক কাজকে সাপোর্ট না করার জন্য। নতুন চাকরী সন্ধান করছি। একটা রুমে তিনজন মিলে থাকি, একজন আমি, একজন ছাত্র আর অন্যজন কি করে তা আমার জানা ছিল না। সে সুদর্শন ছিল, রোজ সকালে গোসল করে পরিপাটি হয়ে বের হতো ফিরতো রাত দশটার পর, সঙ্গে নিয়ে আসতো ১২/১৫ পিস ইয়াবা। সারা রাত তিনজন মিলে সেই ইয়াবা সেবন করতাম।

      টানা তিন মাস প্রতিদিন রাতেই ইয়াবা সেবন করেছি, এবং এর বিনিময়ে একটি টাকাও আমাদের ( আমি এবং ছাত্রটির ) দিতে হয়নি। সারা রাত ইয়াবা সেবন করি সারাদিন ঘুমাই, বিকেলের দিকে উঠে হাতমুখ ধুয়ে চা খেতে বাসার নিচে নামি। চা খেয়ে এসে যে যার মত মোবাইল, ল্যাপটপ, ট্যাব টেপাটিপি করি ( মোবাইল আমার নিজের, ট্যাব তার যে ইয়াবা নিয়ে আসে আর ল্যাপটপরি সেই ছাত্রটির ) টাকা যা ছিল সব শেষ, চাকরী পেতেই হবে নইলে দ্বিতীয় কোন উপায় নেই।

      বিডিজবসে ঘুরি আর চাকরীর জন্য আবেদন করি। হুট করে একদিন একটা কল পেলাম চাকরীর ইন্টরভিউ দেয়ার জন্য। সেদিন রাতেও রাতভর ইয়াবা সেবন করেছি এবং যাতে সকালে ঘুমিয়ে না পড়ি সেজন্য ভোরবেলা গাঁজা সেবনও করেছি ( প্রায় ২৫০ গ্রাম গাঁজা ছিল সেই ছেলেটার কাছে, মাঝে মাঝে ইয়াবা সেবনের পর গাঁজাও খেতাম ) যা হোক, প্রথম ক্যান্ডিডেট আমিই ছিলাম তাই সকাল দশটার ভেতরেই আমাকে উপস্থিত থাকতে হয়েছিল। ইন্টার্ভিউ দিলাম একটা ঘোরের মধ্যে, কেমন হয়েছে জানি না। প্রায় ১ সপ্তাহ পরে আরেকটা কল পেলাম। যিনি কল করেছিলেন তিনি ছিলেন সহকারী ম্যানেজার এবং তিনি ভাইভা বোর্ডে উপস্থিত ছিলেন।

      তিনি জানালেন আমাকে তাদের পছন্দ হয়েছে এবং আমি চাইলে আগামী ১ তারিখ থেকে চাকরীতে জয়েন করতে পারি। ভীষন প্রয়োজন ছিল চাকরীটার, পেয়েও গেলাম। পোস্টিং হলো পাবনাতে। ২৯ তারিখ কল ৩০ তারিখ তল্পিতল্পা গুছিয়ে চলে গেলাম পাবনা। চাকরীটা তিন বছর করেছিলাম এবং জীবনের প্রায় সবগুলো স্বাদ আহ্লাদই পূরন করতে পেরেছিলাম সেই চাকরীর বেতন ভাতা দিয়ে। পরে জেনেছিলাম প্রায় ৯৩ কি ৯৪ জনের ভাইভা নেয়া হয়েছিল ৩ দিন ধরে। এবং মাত্র তিনজন লোক লাগতো তাদের। সেই তিন জনের ভেতর একজন ছিলাম আমি।

      আমার জীবনের সবচেয়ে অসাধারন যে জিনিাটি সেটা হলো আমার সেই চাকরীটা পাওয়া, সেটা না পেলে হয়তো রিক্সা চালক কিংবা কেন গার্মেন্টসে চাকরী করেই জীবনটা পার হয়ে যেত। ( গার্মেন্টসেও চাকরী করেছি প্রায় বছর খানেক সেটা আরো আগে ) চাকরীটা আমার জীবনের সবচেয়ে টার্নিং পয়েন্ট ছিল। সেই ইন্টার্ভিউ এর আগের দিনটাই ছিল জীবনের শেষ ইয়াবা ও গাঁজা সেবন। আমি কখনোই কেন নেশা জাতীয় দ্রব্যের প্রতি আকৃষ্ট ছিলাম না, তখন ফ্রীতে পেতাম এবং কিছুই করার ছিল না তাই নেহায়েত ঠেকায় পড়ে তাদের সাথে খেতাম।

      চাকরীটা পাবার পর প্রায় দুই বছর মদ খেতে হয়েছে প্রতি মাসে দুদিন তিনদিন করে। তারপর সে চাকরীটাও ছেড়ে দিয়েছিলাম সেই মদটাও। সেটা আরেকটা গল্প। আরেকদিন না হয় বলবো।

      Professor Answered on July 31, 2024.
      Add Comment
    • RELATED QUESTIONS

    • POPULAR QUESTIONS

    • LATEST QUESTIONS

    • Your Answer

      By posting your answer, you agree to the privacy policy and terms of service.