আপনার জীবনে সবচেয়ে বড় শিক্ষা কী শিখেছেন?
আপনার জীবনে সবচেয়ে বড় শিক্ষা কী শিখেছেন?
আজ দুপুরে হঠাত বাসে ঘুমিয়ে পড়ি। তখন রবীন্দ্রনাথ আমার স্বপ্নে আসেন।
স্বপ্নে দেখি, আমি রবীন্দ্রনাথের সাথে দেখা করতে শিলং পাহাড়ে যাই। রবীন্দ্রনাথ পাহাড়ের শেষ প্রান্তে দাঁড়িয়ে দূরে নদীর দিকে তাকিয়ে আছেন। তার হাতে ‘বাইবেল’। আকাশ ভয়ানক মেঘলা। যে কোন সময় বৃষ্টি নামবে। আমার হাতে ভদকা’র পেট চ্যাপ্টা বোতল। আমি খুব নিরবে রবীন্দ্রনাথের পাশে গিয়ে দাঁড়াই। তিনি আমার দিকে না তাকিয়েই বললেন- এই বিশ্রী জিনিস খায় কি করে ছেলেরা? ওয়াক থু! এর চেয়ে চিরতার রস অনেক ভালো। আমি বললাম,আমি খাব। আজ নেশা করে ছাড়ব। রবীন্দ্রনাথ খুব’ই কোমল গলায় বললেন- দেখিস আবার মাতলামো শুরু করিস না যেন। তারপর বিড়বিড় করে বললেন- আশ্চর্য মানুষ, আর তাদের আশ্চর্য জীবন।
এক চুমুক ভদকা পেটে পড়তেই হঠাৎ আমার ‘ঈশপ’ এর কথা মনে পড়ল। ঐ যে জ্ঞানী ঈশপ। (ঈশপের গল্প) পাহাড় থেকে গড়িয়ে পড়ে ঈশপ মরেছিল। পেট চ্যাপ্টা বোতলে আমি আর একটা চুমুক দেই। আহ্ ! প্রথম জীবনে ঈশপ ছিলেন ক্রীতদাসী। তারপর তার গল্পের প্রতিভায় মুগ্ধ হয়ে তার মনিব তাকে মুক্তি দেয়…..পরে সেই দেশের রাজাও তার গল্পে মুগ্ধ হয়ে তাকে মন্ত্রী বানিয়ে দেয়…. কিন্তু রাজ দরবারের অন্য লোকেরা হিংসা করে ঈশপ কে পাহাড় থেকে ছুড়ে ফেলে নিচে…. তিনি গড়িয়ে পড়তে পড়তে…..। রবীন্দ্রনাথ চিৎকার করে বলে উঠলেন, উফ তোর বকবকানি বন্ধ করবি?
রবীন্দ্রনাথের চিৎকারে আমার ঘুম ভেঙ্গে গেলো।