আপনার জীবন কেমন চলছে?
হঠাৎ করে ইচ্ছে করে এই মারা যাই, কেনই বা পৃথিবীর অক্সিজেন নষ্ট করছি। তারপর আমার আম্মার সাথে দীর্ঘক্ষণ ফোনে কথা বলি, তারপর মনে আমার তাদের অনেক দরকার। আমাকে তাদের জন্য হলেও বাঁচতে হবে।
তারপর রাত্রে ঘুমানোর সময় হাজার হাজার দুশ্চিন্তা মাথায় আসে। বিশ্বাস করেন ভাই/বোন, এই চিন্তা করতে করতে চোখে অটোমেটিক পানি চলে আসে। এটা এই কয়েকদিনের চলমান রুটিন। অতঃপর কোরআনের কয়েকটি প্রিয় আয়াত শুনি এবং নিজেকে আশ্বস্ত করি।
দুইবছর আগে আমি ঘুমাতাম ৭ ঘন্টা। কিন্তু ইদানীং আমি ৪-৫ ঘন্টা ঘুমাই। শরীর হুদাই কষ্ট দিচ্ছি। কিন্তু কি করব, ডাক্তার দেখিয়ে ঔষধ খেলেও ঘুম লাগে না। যেসময় ঘুম আসে না, তখন বই পড়ি কিংবা বিভিন্ন সাইটে ঘুরে বেড়াই।
পড়াশোনা ইদানীং একদমই হচ্ছে না। একাডেমিক পড়া সারাদিনে ২০ মিনিট হয় না। অথচ আমার পড়ার কথা ৬-৭ ঘন্টা। জানুয়ারি মাস থেকে পুরোদমে পড়াশোনা করার একটা কড়া প্ল্যান আছে।
হাতে টাকা সঙ্কট চলছে। অথচ সবকিছুর দাম বেড়েই চলছে। পৃথিবীতে মানুষের দাম পরে সবকিছুর দাম বেড়েই চলছে।
ভালো থেকো আরও কিছু পয়েন্ট এইগুলা আর বললাম না। সবশেষে জীবন সুন্দর