আপনার জীবন থেকে আমাকে দুইটা উপদেশ দেবেন কি?
আপনার জীবন থেকে আমাকে দুইটা উপদেশ দেবেন কি?
Add Comment
১) স্বনির্ভর হোন। এজন্য বিভিন্ন রকম কাজে দক্ষতা অর্জন করুন। যেমন – শুদ্ধভাবে ইংরেজি বলতে ও লিখতে পারা, কম্পিউটারের কাজ জানা, গাড়ি ড্রাইভ, সাঁতার, নাচ জানা, গিটার বাজানো জানা, মার্শাল আর্ট শেখা, রান্না জানা। এসবই একজন মানুষের জীবনের বিভিন্ন পরিস্থিতি তে কাজে লাগে। এসব জানা থাকলে অনেকটাই পরের উপর নির্ভরশীলতা কমে
২) মানুষের ব্যক্তিস্বাধীনতায় বিশ্বাসী হোন। আপনার রুচি, বিশ্বাস আর আদর্শের সাথে যাচ্ছেনা বলেই আরেকজনের বিশ্বাস ও আদর্শ খারাপ, সে তার মত করে চলতে পারবেনা এমন ধ্বংসাত্বক চিন্তা করবেন না। কারো ক্ষতি না করে যে কেউ তার মত করে বাঁচতে চাইতে পারে এমন উদারতার মন্ত্রে দীক্ষিত হোন