আপনার জীবন থেকে আমাকে পাঁচটি উপদেশ দিবেন কি?
আপনার জীবন থেকে আমাকে পাঁচটি উপদেশ দিবেন কি?
১) অন্ধের মতো কোন মানুষকে অনুসরণ করবেন না একজন ছাড়া, জানেন সেই ব্যক্তি কে? রাসুলুল্লাহ সাঃ
২) দুনিয়ার সব কিছুই আপনাকে ধোকা দিবে, (সব কিছু মানে দুনিয়াবী সকল কিছুর কথা বলেছি, যে সকল জিনিস আখেরাতে কাজে আসবে সেই সব বাদে) তাই আগে থেকে সাবধান হোন, আল্লাহর কাছে ফিরে আসেন।
৩) কম কথা বলবেন, কথা বলার আগে বুঝে শুনে কথা বলবেন, মনে রাখবেন আপনার প্রতিটি কাজের হিসাব দিতে হবে এমনকি আপনি যে কথা বলবেন সেই কথার হিসাব ও দিতে হবে, তাছাড়া আপনার কথার মাধ্যমে কেও যদি কষ্ট পাই তবে সেই কথা কিন্তু আপনি আর ফিরাইতে পারবেন না।
৪) পাপ কাজ থেকে বিরত থাকার জন্য কবরের কথা সরণ করুন, বেশি বেশি কবরের পাশে গিয়ে এই কথা মনে করবেন এই কবরে একজন ফকির যেভাবে থাকে একজন রাজা-বাদশা সেভাবেই থাকে এই কবরে কোন মানুষের আইন চলে না, কবরের আজাবের কথা সরণ করবেন, তাহলে পাপ কাজ থেকে বিরত থাকতে পারবেন ইনশাআল্লাহ,
৫) সর্বশেষ এটা লেখার সময় আমি ভেবেছিলাম, আমি যদি এটা লিখতে না পারি, আমি যদি মারা যায়, তাই সব সময় সতর্কতা অবলম্বন করুন, আপনার দুই চোখের মাঝে যে দুরত্ব আপনার মৃত্যু তার থেকেও নিকটে আপনার জন্য অপেক্ষা করছে।