আপনার জীবন থেকে আমাকে পাঁচটি উপদেশ দিবেন কি?
আপনার জীবন থেকে আমাকে পাঁচটি উপদেশ দিবেন কি?
__আমার জীবনের কোনো উপদেশ নাই,
- যেখানে মহান আল্লাহ সর্বশ্রেষ্ঠ আজিম পর্যায়ের শ্রেষ্ঠত্বের অধিকারী বলে ঘোষণা করেছেন হযরত মুহাম্মদ সঃ এর চরিত্র,
___তাহলে এখানে আমি আর, কোথাকার চুনু-পুটি
- নবীজি সাঃ এর উপদেশ থেকে কিছু শ্রেষ্ঠ আদর্শ বলি, ৫,টা উপদেশ এটা মেনে চললে জীবন সুন্দর,
___১, (হে নবী আপনি) মুমিন পুরুষদেরকে বলে দিন, তারা যেন তাদের দৃষ্টিকে সংযত রাখে এবং তাদের লজ্জাস্থানকে হিফাযত করে। এটিই তাদের জন্য অধিক পবিত্র। নিশ্চয় তারা যা করে সে সম্পর্কে আল্লাহ সম্যক অবহিত। আর মুমিন নারীদেরকে বলে দিন, যেন তারা তাদের দৃষ্টিকে সংযত রাখে এবং তাদের লজ্জাস্থানের হিফাযত করে” [সূরা আন-নূর, আয়াত: ৩০-৩১]
___২, কাউকে হাসাবার উদেশ্যেও কৌতুক করে মিথ্যা বলা বৈধ নয়। মহানবী (সঃ) বলেছেন, “সর্বনাশ সেই ব্যক্তির, যে লোককে হাসাবার উদেশ্যে মিথ্যা বলে। তাঁর জন্য সর্বনাশ, তাঁর জন্য সর্বনাশ।” (সহিহুল জ’মে আয়াত: নং ৭০১৩)
___৩, মহান আল্লাহর কুরআনে, মহান আল্লাহ নিজেই, পেয়ারা বান্দাদের ৮২, বার নামাজের কথা বলেছেন, অর্থাৎ নামাজ পড়তে বলেছেন, তাই নামাজ পড়ুন এটা তিন নাম্বার উপদেশ, নামাজই একদিন আপনাকে জান্নাতে নিবে ইনশাআল্লাহ,
___৪, আল্লাহর সাথে শরিক করো না। নিশ্চয় আল্লাহর সাথে শরিক করা মহা অন্যায়” (সুরা লোকমান : আয়াত ১৩) হ্যাঁ”শিরক” গুনাহ করবেন না,
___৫, যখন তুমি কোনো কাজ সিদ্ধান্ত করো, তখন আল্লাহর উপর ভরসা কর’ (আলে ইমরান ১৫৯) আল্লাহর উপর ভরসা করার কথা কুরআনে অনেক জায়গা আছে, আর শুকরিয়া আদায় করুন, যে পরিস্থিতির মধ্যে থাকুন না কেন আপনার যা আছে তার জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করুন, আর আল্লাহর উপর ভরসা করুন,
- রেফারেন্স সহ দিয়ে দিলাম এই পাঁচটা মেনে চলুন যদি পারেন, আমি গ্যারান্টি দিচ্ছি পাঁচটা এখন থেকে মেনে চলুন ইনশাআল্লাহ আপনি জান্নাতি,