আপনার জীবন থেকে পাওয়া সেরা শিক্ষা কী?
আপনার জীবন থেকে পাওয়া সেরা শিক্ষা কী?
Add Comment
আমার জীবনে সেরা শিক্ষা হলো, মেয়েদের ইনবক্স টুঁ মেরে ইমপ্রেস করার চেষ্টা, যা করে বিন্ধু মাত্র লাভ নেই।
সাময়িক ভাবে মনটা খুবই উৎফুল্ল হবে, পরিশেষে আমি আপনি হতাশ হবো, সময়টা অপচয় হবে, ইমপ্রেস করার পিছনে না দিয়ে, এই সময়ে বই পড়া যেত, সামাজিক কাজ করা যেত, ঘরের কাজ করা যেত, দক্ষতা বাড়ানো যেত, কাজ এর কিন্তু অভাব নেই।
আমি মনে করি এখন, মেয়েদের ইনবক্স টুঁ মারার যদি অভ্যাস হয়ে থাকে তাহলে ভবিষ্যৎ হয়তো অন্ধকার হয়ে যাবে, চোঁখে কালো চশমা পড়ার মতো হয়ে যাব, এই সুন্দর পৃথিবী সুন্দর্য দেখতে পারবেন না, অনুভব করতে পারবেন না।
আর হাঁ, যত বেশি কথা বলবেন তত মায়া বাড়বে, তত আপনি হতাশ হবেন।
ইমপ্রেস করতে হলে বউকে করবেন এই আশা নিয়ে সামনে এগিয়ে যান, দেখবেন সেই সময় আপনার জীবনটা সুখময় হবে।