আপনার জীবন প্যারাহীন কেন?
আপনার জীবন প্যারাহীন কেন?
কার জীবনে প্যারা নাই? সবার জীবনেই একটা না একটা সমস্যা কিংবা ঝামেলা লেগেই থাকে।
এখন আমি একটা ভালো জায়গায় চাকরি খুঁজছি।
আমাদের এলাকায় কিছু টাকা পয়সা হলে নিজের একটা ডিজাইন কনসালটেন্সি খুলতে আমি ইচ্ছুক। কিন্তু টাকা পয়সা জমেই না। ঘরবাড়ি সব ঠিক করতে হবে। গত এপ্রিল এ শিলাবৃষ্টি তে বাড়ির টিনের চাল ফুটো হয়ে গেছে। অনেক টাকার ফসল নষ্ট হয়ে গেছে।
এখন আমার মাইনে খুব একটা কম না, কিন্তু তবুও কিছুতেই কুলাচ্ছে না; আমি শুধু ভাবছি যে এত কম উপার্জন করেও আমার বাবা কিভাবে সংসার সামলাত। তার মাথার সব চুল অল্প বয়সেই পেকে যাবার অন্যতম কারণ মনে হয় অতিরিক্ত চিন্তা। অতিরিক্ত চিন্তার কারণেই বাবা ৫০ বছর বয়সের আগেই উচ্চ রক্তচাপ , ব্লাড সুগার এ ভোগা শুরু করেছে।
বাড়ির বড় ছেলে আমি, এখন একটার পর একটা সমস্যা আছেই। ভাইকে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং এ ভর্তি করেছি, তাকেও ভালো করে টাকা পয়সা দিতে পারিনা ( শুধু যতটুকু না দিলেই হয় না ততটুকুই দেই); আমি নিজে জানি যে হাতে কিছু টাকা পয়সা না থাকলে কত অসুবিধা হয় বাইরে থাকলে। যদিও আমার ভাই আমার থেকেও বেশি হিসাব করে চলে।
এত্ত অসুবিধার মধ্যেও বেঁচে আছি এই আশায় যে এখন তো আগের থেকে আমাদের অবস্থা ভালো হয়েছে একটু হলেও। আগে যেখানে একবেলা পান্তা আর একবেলা গরম ভাত খেয়ে কোনোরকমে দিন কাটত,সেখানে এখন তিনবেলা চাইলেই মাছ খেতে পারছি। হয়ত বছর খানেক পর অবস্থা আরও ভালো হবে।
তবে একটা কথা হল দুঃখ না থাকলে সুখের মর্ম বোঝা যায় না, আর জীবনে কষ্ট হয়ত আছে , টাকা পয়সা নিয়ে সমস্যা আছে, তবে বাড়িতে আমরা শান্তিতে ঘুমাতে পারি; আমার বাবা মা সবাই কষ্ট করলেও সুখ কম থাকলেও অশান্তি তে নেই। তাঁদের চাহিদা খুব কম। মা কে ৫০০ টাকা করে দেই বাড়িতে গেলে , মা সেদিন বলল যে ৫০০০ টাকা জমিয়ে ফেলেছে।
যাইহোক এলোমেলো ভাবে লিখলাম। আপনার প্রশ্ন টা অনেকদিন আগের ছিল। ভালো থাকবেন।