আপনার দেখা সেরা ৫টি মুভি কী কী?

    আপনার দেখা সেরা ৫টি মুভি কী কী?

    Train Asked on May 11, 2024 in অনুসরণ.
    Add Comment
    1 Answer(s)
      • The Shawshank redemption: এই চলচ্চিত্রটি শুধু একটি চলচ্চিত্র নয় এটি হলো এক বাঁচার নেশা। শত প্রতিবন্ধকতা জয়ের নেশা। ‘দ্য শশাঙ্ক রিডেম্পশন’ হলো হাল না ছাড়া এক মানুষের গল্প। অ্যান্ডি ডুফ্রেইন নামের একজন তরুণ ব্যাংকার ১৯৪৬ সালে শশাঙ্ক প্রিজনে প্রেরণ করা হয়, স্ত্রী হত্যার দায় মাথায় নিয়ে। মানুষটি জেল থেকে পালানোর জন্য ১৯ বছর ধরে ছোট্ট একটা হাতুড়ি নিয়ে একটু একটু করে টানেল খুঁড়েছে। ছবিতে বোঝানো হয়েছে যে মানুষ চাইলে সব কিছুই পারে।
      • Forrest gump : এটি একটি আন্ডারডগের গল্প .. শুরু থেকে একেবারে শেষ পর্যন্ত, চলচ্চিত্রটি ফরেস্ট কিভাবে জীবনের প্রতিটি বাধা অতিক্রম করে তার উপর আলোকপাত করে। আশাবাদী হওয়া, সমস্যা মোকাবেলা করা, সুন্দর জীবন যাপন করা, প্রতিশ্রুতি পালন করা সবই সুন্দর ভাবে দেখিয়েছে এই চলচ্চিত্রে। এই ক্লাসিক হলিউড ব্লকবাস্টার মানুষকে নতুন করে বাঁচতে শিখিয়েছে।
      • Figh club: ফাইট ক্লাব আমার ফেভারিট মুভি । আমার সবচেয়ে পছন্দের মুভিটির নাম বলতে বললে চোখ বন্ধ করে ফাইট ক্লাবের নাম বলব।ফাইট ক্লাব , নাম শুনে কী অ্যাকশন মুভি মনে হচ্ছে ? আসলে এটা একটা সাইকোলজিক্যাল থ্রিলার এবং ড্রামা জনরার মুভি । যে কোন ব্যক্তির জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে এই চলচ্চিত্রটি। আমরা যে কষ্ট থেকে পালিয়ে বেড়ায় তা যে আমাদের জন্য উপকারী নয় ।কষ্টের সাথে আলিঙ্গন করায় জীবন, তা এই চলচ্চিত্রের খুব সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন পরিচালক ডেভিড ফিঞ্চার।
      • The dark Knight: সর্বকালের অন্যতম সেরা চলচ্চিত্র। এটি একটি ভালো-মন্দের লড়াইয়ের মহাকাব্য। একদিকে উন্মাদ জোকার আরেকদিকে ত্রাণকর্তা ব্যাটম্যান। একজন সাইকোপ্যাথ ক্রিমিনাল বনাম বিলিয়নিয়ার সুপার হিউম্যান এক অনবদ্য লড়াই টুইস্টে ভরপুর। এক পলকের জন্য চোখ সরানো যায় না এমন একটা চলচ্চিত্র ক্রিস্টোফার নোলান পরিচালিত ‘দ্যা ডার্ক নাইট’।
      • A separation: বর্তমান সমাজে অন্যতম একটি আলোচ্য বিষয় হলো ডিভোর্স বা বিবাহ বিচ্ছেদ। দিন দিন এই বিষয়টির হার ক্রমেই বাড়ছে । কেউ কাউকে এতটুকু ছাড় দিতে না চাওয়াই একসময় এই পরিস্থিতে গড়ায়। এই গুরুত্বপূর্ণ বিষয়টি হলো “এ সেপারেশন ” মুভির কাহিনী। চলচ্চিত্রটি দেখলে মনে হবে জানালা দিয়ে মানুষের জীবনের ভাঙ্গা-গড়া দেখছি। কোন মিউজিক নেই কোন অতিরঞ্জিত দৃশ্য নেই একদম যেন স্বাভাবিক মানুষের জীবন । সম্পর্কের টানাপোড়ন, মিথ্যা অপবাদ, ভাঙ্গন ধরা সংসারে শিশুদের অবস্থা সবই সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন এই ছবির পরিচালক।
      • ধন্যবাদ।
      • ছবিসূত্র: গুগল।
      Professor Answered on May 11, 2024.
      Add Comment
    • RELATED QUESTIONS

    • POPULAR QUESTIONS

    • LATEST QUESTIONS

    • Your Answer

      By posting your answer, you agree to the privacy policy and terms of service.