আপনার নিকট কোন কোন বিষয়গুলো খুব ভন্ডামি মনে হয়?
আপনার নিকট কোন কোন বিষয়গুলো খুব ভন্ডামি মনে হয়?
১.বাবা মা বেঁচে থাকলে অবজ্ঞা আর অবহেলা । অথচ মরে গেলে বড়ো করে চল্লিশার আয়োজন ।
২.কারও দূর্বল জায়গায় আগ্রহ দেখিয়ে তার থেকে তথ্য নেওয়া। এবং পরিবর্তিতে সেই বিষয় নিয়ে অন্য জনের সাথে রং রুপ লাগিয়ে শেয়ার করন।
৩.প্রেম করবে, একসাথে থাকবে নিজের ইচ্ছায়, অথচ বিয়ে করবে বাবা মায়ের ইচ্ছায়।
৪.”জানু, যদি ভালোবাস তবে তোমার একটা নেকেড ছবি দাও”।এবং পরিবর্তিতে সেই ছবি আকাশে উঠে যাবে। এটি অবশ্য শুধু ভন্ডামীই নয়, চরম প্রতারণা ও বটে ।
৫.স্বামী স্ত্রীর মধ্যে বনিবনা না হলে, সন্তানকে “আমার সন্তান “হিসেবে অধিকার দাঁড় করিয়ে স্ত্রীকে একা শূন্য হাতে ভাগিয়ে দেওয়া।
অথচ একজন মা সন্তান জন্ম দিতে গিয়ে এবং লালন পালন করতে গিয়ে কতটা রক্ত পানি করেছেন, তা একমাত্র তিনিই জানেন।
৬. ছোট বাচ্চার কিছু হলে মা কে গালি শুনানো(কথায় আছে মায়ের চেয়ে ও মাসির দরদ বেশি)।
৭.শ্বশুর বাড়ি থেকে উপহার প্রত্যাশা করা ( যেন তারা এটার পাওয়া, কিংবা অন্যের ধন দিয়ে বড়লোক হওয়ার চিন্তা)।
এছাড়াও বহু ভান্ডামী আছে, বহু ভন্ড আছে, চারদিকে চোখ মিললেই এদের দেখা পাওয়া যায় অতিসহজেই।